★আপনি কি ১৮ তম শিক্ষক নিবন্ধনে ইতোমধ্যে ৩৫+?
★ আপনার (১৮তম লিখিত উত্তীর্ণ) বয়স কি আগামী ৩০ জুলাই, ২০২৫ এর মধ্যে ৩৫+ হয়ে যাবে?
তাহলে আপনার জন্য একটি দুঃসংবাদ আছে। আপনি আগামী ৬ষ্ঠ গণবিজ্ঞপতিতে আবেদন করতে পারবেন না!!!!!!
বিশ্বাস হচ্ছে না????
তাহলে খোলাসা করে বলছি........
১৭ তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত রেজাল্ট দিয়েছে ২৮/১২/২০২৩ তারিখে
৫ ম গণিবজ্ঞপ্তি তে আবেদনের বয়স ধরা হয়েছে ০১/০১/২০২৪ তারিখে
কি বুঝলেন?
মানে চূড়ান্ত রেজাল্টের আরো ০৩ দিন পর গনবিজ্ঞপ্তির তারিখ দিয়েছে।
এবার আপনার কাছে প্রশ্ন??
প্রতিদিন ৬০০ করে ভাইভা নিলে ৮৩০০০+ প্রার্থীর ভাইভা শেষ করতে কত মাস লাগবে? শুক্রবার+শনিবার ছাড়া আরো নানা ছুটিতো আছেই।
আমরা ইতোমধ্যে ntrca তে যোগাযোগ করেছি। ভাইভা শেষ করে চূড়ান্ত রেজাল্ট প্রকাশ করতে ৩০ জুলাই, ২০২৫ লেগে যেতে পারে।
ভাবছেন আমি ০২ মাসের ব্যাকডেট পেলেই চলবে!!!!!!!!!!
আপনার জন্য একবালতি সমবেদনা!!!!!
একদিনের ব্যাকডেটও পাবেন না, ব্যাকডেট দেওয়া নাকি হাইকোর্টের রায়ের পরিপন্থী। তাছাড়া যেহেতু ১৭ তমরা একদিনও ব্যাকডেট পাইনি। সো, আপনিও পাবেন না। একেবারে স্পষ্ট কথা।
###এটা স্বয়ং এনটিআসিএর চেয়ারম্যান স্যারের উক্তি####
তাহলে সমাধান?
সমাধান আমরাও খুঁজছি, আসুন সবাই মিলে সমাধান করি। সবাই মিলে চেষ্ট্রা করলে হয়তো সমাধান আসবে। তাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কোন বিকল্প নেই।
আমাদের সাথে যুক্ত হতে,
যোগাযোগঃ
হোয়াটসএ্যাপ লিংকঃ
https://chat.whatsapp.com/KymJfyyhMKUAPKcE5gLENY
ফেইসবুক লিংকঃ
https://m.facebook.com/groups/1042483843216306/?ref=share&mibextid=NSMWBT
বিকল্প ফেইসবুক লিংকঃ
https://m.me/ch/AbZQt_dcgy6PJuxK/?send_source=cm%3Acopy_invite_link
উপরের লেখাটি কপি করে বিভিন্ন শিক্ষক নিবন্ধন/সরকারি চাকুরি সম্পর্কিত গ্রুপ বা পেইজে বেশি বেশি পোস্ট/শেয়ার করেন।