আজ শেয়ার করছি কম সময়ে আর কম ঝামেলায় মাইক্রো ওভেনে কিভাবে খিচুড়ি রান্না করা যায় তার রেসিপি। চুলায় খিচুড়ি রান্না করা একটু ঝামেলা দেখে আমরা অনেক সময় ইচ্ছে করলেও খিচুড়ি রান্না করে খেতে পারিনা। আমার জানা মতে,মাইক্রো অভেন এখন মোটামোটি নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে উপরের সবার ঘরেই থাকে। মাইক্রো ওভেনে যদি আমরা সহজেই খিচুড়ি রান্না করে খেতে পারি তাহলেতো আর কথাই নেই। আশা করি রেসিপিটি অনেকের কাজে আসবে। ভিডিও ভাল লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ থাকল।
#Staysafe
#Staywithus
#Microovenrecipe
মাইক্রো ওভেনে ১২ থেকে ১৫ মিনিটে নরম ঝরঝরে ভাত রান্না। Rice cooking in Micro oven within (12-15) m.