তারকেশ্বর মন্দিরে জলঢালা এবং পূজোর বর্তমান নিয়ম 2022 | Tarakeswar Mandir |
তারকেশ্বর ←←হিন্দুদের পবিত্র তীর্থক্ষেত্র, যেখানে রয়েছে স্বয়ম্ভু শিবলিঙ্গ, এই জাগ্রত দেবতার লিঙ্গে জল ঢালতে বহুদূর থেকে ভক্তরা আসেন... অনেকেই কাঁধে বাঁকে করে জল নিয়ে পায়ে হেঁটে
এখানে আসেন। মঙ্গল প্রাথনা করেন, এখানে দুধ পুকুরে ডুব দিলে মনোস্কামনা পূর্ণ হয়, অনেক রোগ নিরাময় হয়। প্রতি বছর শিব রাত্রির দিনে প্রচুর মানুষের সমাগম হয়, এছাড়া গাজনের উৎসব এ ও ভীড় হয়। থেকে শেওড়াফুলি ঘাট পার হয়ে তারকেশ্বর। পূজো সকাল 5-9:30 এবং 11:30 থেকে 1:30 এবং বিকাল 5 টা থেকে রাত ৪ টা পর্যন্ত সময় থেকে খাওয়া শুরু
যাবেন কিভাবে ↑ Howrah থেকে তারকেশ্বর লোকাল, আরামবাগ লোকাল, ঘোঘাট লোকাল ধরে তারকেশ্বর, bandel
থেকে শেওড়াফুলি নেমে আবার ট্রেন তারকেশ্বর এর, বারাকপুর
জল ঢালার সময় সকাল 5-9:30 এবং 11:30-1:30 পর্যন্ত রাজবাড়ী ভোগ সকাল এ কুপন কাটুন 40 টাকা দুপর 1 টা।
#tarakeswar
#tarakeswar_mondir #tarakeswar_tour2022