আমার দেখা দেশের সর্ববৃহৎ আধুনিক পরিকল্পিত গরুর খামার-
এ খামারে দেশ ও দেশের বাইরে থেকে সংগ্রহ করা হয়েছে - অষ্ট্রেলিয়ান গাভী,ষাড়,বাছূর, উন্নত জাতের ভেড়া,দেশী বিদেশি ছাগল, বিভিন্ন প্রজাতির মুরগী ময়ুর ইত্যাদি।
ডাচ্ ডেইরী লিমিটেড
সাতঘড়িয়া হলদিয়া, লৌহজং , মুন্সিগঞ্জ।
প্রয়োজনে-ইশতাক ফেরদৌস ( সার্বিক ব্যবস্থাপক) 01784 898 827