কুমোরটুলির শিল্পীদের স্টুডিও থেকে একে পর এক প্রতিমা কলকাতা ও শহরতলির বিভিন্ন মণ্ডপের নিয়ে যাওয়া হচ্ছে গাড়ি করে। এত বড় বড় প্রতিমা গাড়িতে তোলা ও নামানো, যা কষ্ট সচোখে না দেখলে বিশ্বাস করা যায় না। প্রশ্ন উঠবে, পারিশ্রমিক নেবে। হা তবে ধৈর্য্য, তোলার কায়দা, ঝুঁকি দাম কত? এই শিল্পীরা কীভাবে জীবন যাপন করে, ছোট্ট একটা ভিডিও দেখলে( পরে আসছে) আন্দাজ করা যায়। যদিও এই ছবি তুলতে আপত্তি করে ,তদের মহাজন কেউ কেউ।