এক বিঘা জমিতে পেঁপে চাষ করে 3লক্ষ টাকাআয় 💸। papita farming in West Bengal@সাফল্য কথা
পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে বহু চাষি ভাই পেঁপে চাষের বর্তমান বিভিন্ন বিষয়ে নিয়ে বিভ্রান্ত হয়ে থাকেন আধুনিক পদ্ধতিতে কমার্শিয়াল ভাবে পেঁপে চাষ করে স্বনির্ভর হয়েছেন নদিয়া ডিসটিক এর বানপুর এর বাসিন্দা সোমনাথ প্রামানিক নামক একজন উচ্চ শিক্ষিত চাষী ভাই।
তিনি বর্তমানে প্রায় পাঁচ বিঘা জায়গার উপরে এই চাষ করে নদীর সৃষ্টি করেছেন তৎসহ তার প্রযুক্তি এবং সহায়তা দিয়ে বহু চাষীরকে স্বনির্ভর করে দেওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছেন। ভিডিও তো থাকবে তার তথ্যচিত্র। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন।