MENU

Fun & Interesting

রকমেলন/সাম্মাম চাষ। মাত্র 60 দিনে লাভ 2-3 লক্ষ টাকা। Rockmelon cultivation in Bangladesh.

Banijjik Krishi 38,522 4 years ago
Video Not Working? Fix It Now

রকমেলন/সাম্মাম চাষ। মাত্র 60 দিনে লাভ 2-3 লক্ষ টাকা। Rockmelon cultivation in Bangladesh. সুস্বাদু, রসালো ও সুমিষ্ট ফল রকমেলন বা সাম্মাম। ভিটামিন ও মিনারেলস এ ভরপুর এ ফলটি বানিজ্যিক ভাবে চাষ করে ব্যাপক লাভবান হচ্ছে কৃষকরা। সঠিক জাত নির্বাচন ও সঠিক পরিচর্যার মাধ্যমে বিঘা প্রতি 2-3 লক্ষ টাকা আয় করা সম্ভব এই সাম্মাম বা রকমেলন চাষ করে। প্রতি বছর রমজানকে সামনে রেখে চাষ করলে এর বাজার মূল্য ভালো পাওয়া যায়। প্রতি কেজি পাইকারি মূল্য 100-150 টাকা। সঠিক পরিচর্যায় বিঘা প্রতি 3000 কেজি পর্য়ন্ত ফলন ফলন পাওয়া যায়। বিঘাপ্রতি খরচ 50-60 হাজার টাকা। এত করে বিঘা প্রতি লাভ দাড়াচ্ছে 2-3 লক্ষ টাকা। একজন উদ্যেক্তা পরিকল্পিত উপায়ে রকমেলন বা সাম্মাম চাষ করে ভাগ্য বদলাতে পারে খুব সহজেই। মাত্র 60 দিনে এত লাভ কোন ফসলে আছে কিনা আমাদের জানা নেই। #রকমেলন_চাষ #সাম্মাম_চাষ #Banijjik_Krishi

Comment