MENU

Fun & Interesting

776-সংসার সুখের হয় রমনীর গুনে- র.ই মানিক চিত্রপুরী। R.I.Manik,Chitrapuri,Krishichitra

Video Not Working? Fix It Now

সংসার সুখের হয় রমনীর গুনে, বাংলার নারী একটি পরিবারে কখনো মা, কখনো বোন, কখনো মেয়ে, আবার কখনো গৃহবধু হয়ে আসে। একটি সংসার যেমন হাজারো সুখ-শান্তিতে ভরিয়ে দেবার জন্য বাংলার নারী অর্থাৎ গৃহবধুর তুলনা হয়না, আবার অনেক সময় একটি সুন্দর সাজানো গোছানো সুখী পরিবারকে জাহান্নাম বানাতেও বেশি সময় লাগেনা বাংলার নারীর অর্থাৎ সেই গৃহবধুর। গিয়েছিলাম কুমিল্লা, চান্দিনাতে পবিত্র ঈদ-ঊল-আযহা ২০২৩ সালের কোরবানীর গরু দেখতে। সেখানে গিয়ে সন্ধান পাই এক প্রতিবন্ধীর মাছ চাষ সম্পর্কে । মাছ চাষ এর ভিডিও ধারন করার পর দুপুরে তার বাসায় খাবারের জন্য নিয়ে গেলে সেখানে এক অসাধারন ঘটনা আমার সামনে চলে আসে। এই ভিডিওতে সেই বিষয়টাই উপস্থাপন করা হয়েছে। ভিডিওতে প্রদর্শিত মেয়েটি মাছ চাষীকে প্রায় ১০ বছর আগে বিয়ে করেন। দীর্ঘদিনের এই সংসারে কোনো সন্তান নিয়ে আসতে পারেননি স্বামীর প্রতিবন্ধী হবার কারনে। পরবর্তীতে একটি মেয়ে সন্তান অনেক টাকা দিয়ে দত্তক নেন পরিবারটি। বর্তমানে মেয়েটি স্বামী, সন্তান এর যত্ন নেওয়ার পাশাপাশি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে রান্নার ভিডিও আপলোড করে থাকেন। এতে করে তার পরিবারে অল্প কিছু হলেও অর্থের চাহিদা মেটাতে পারেন তিনি। তার ইউটিউব চ্যানেল এর লিংক- https://www.youtube.com/@UCZOobFe05bMtnjt9BZMqA0g উল্লেখিত গৃহবধুর ইউটিউব চ্যানেলটি যদি আমরা সবাই মিলে এগিয়ে নিতে পারি তাহলে সল্প পরিসরে হলেও আমাদের দ্বারা তার উপকার হবে বলে আমি মনে করি। প্রয়োজনে- 01712 250700 চিত্রপুরী ফেজবুক ​পেইজ - ​https://www.facebook.com/r.i.manik.krishi চিত্রপুরী কৃষিচিত্র- https://www.youtube.com/channel/UCMLkbCa1P1Iha1kIJ0Vl9pg/videos chitrapuri Village Cooking- https://www.youtube.com/c/chitrapurivillagecooking/videos

Comment