তুকখা ও খ্যাপার গান II Tukkha and Song of Khapa II
খ্রীস্টপূর্ব পাঁচশো অব্দে ভারতের উত্তর পূর্বাঞ্চলে তন্ত্র সাধনার ধারা প্রচলিত ছিল। সনাতন ধর্মীয় সংস্কৃতিতে "ষটচক্র", "ষটচক্রভেদ" "কুলকুন্ডলিনী"
ইত্যাদি প্রচলিত ছিল, যা তন্ত্র সাধনার অঙ্গ। উত্তরবঙ্গ,অসম,বিহার,নেপাল এবং বাংলাদেশের কিছু অংশে তুকখা ও ক্ষ্যাপার গান কোচ রাজবংশী সমাজে প্রচলন আছে।
যখন দুই দলের লড়াই হয়, তখন বলা হয় ক্ষ্যাপার গান। দেহতত্ত্ব, মনশিক্ষা,অসপালি, গুরু শিষ্যের ডারা ইত্যাদি বিভাগে গানগুলি গাওয়া হয়ে থাকে ।
প্রাক চর্যাপদের কাল থেকে এইসব লোকায়ত গানে তন্ত্র সাধনা , তান্ত্রিক, বৌদ্ধ তান্ত্রিক, সহজিয়া , নাথ পন্থ , তন্ত্র মন্ত্র সাধনা ইত্যাদি ভাব ধারা মিলে মিশে একাকার হয়ে গেছে ।
রূপকের ছলে তন্ত্রের দুরূহ কথা উঠে এসেছে এইসব লোকগানে । পরবর্তীকালে বৈষ্ণব ধর্মের প্রভাবের ফলে রাঁধা- কৃষ্ণ বিষয়ক গান গাওয়া শুরু হয় ।
উত্তরপূর্ব ভারতে ফল্গধারার মত বয়ে চলছে এইসব লোকগান ।
সংকলন ও গবেষণা - দীনেশ রায় ( বঙ্গরত্ন) ।।