MENU

Fun & Interesting

81 বছরে কাঁপিয়ে দিচ্ছেন ছাদে বাগান করে শরীর ও মন থাকতে চাঙ্গা/ Adenium Garden overview /

Green Friends 34,810 10 months ago
Video Not Working? Fix It Now

Green friends ইউটিউব চ্যানেল রেগুলার একটি করে ভিডিও ছাড়া হয় দুপুর একটা সময়, গাছপালা সংক্রান্ত আলোচনা করা হয় প্রত্যেকের ছাদবাগান ও নার্সারি ভিজিট তুলে ধরা হয় এই চ্যানেলের মাধ্যমে। ছাদে বাগান করার জন্য ও কে কিভাবে ছাদে বাগান করছে বেশি করে ভিডিও আপলোড করা হয়। অবশ্যই আপনার ছাদে বাগান থাকলে কিংবা আপনার বন্ধুর ছাদেও বাগান থাকলে এই চ্যানেলটিকে সকলের কাছে শেয়ার। নিতে চান তাহলে অ্যাড্রেস এ গিয়ে যোগাযোগ করতে পারেন না হলে রেডিওতে ফোন নম্বর দেওয়া আছে ওই ফোন নম্বরে যোগাযোগ করে নিতে পারেন।

Comment