ঈদুল আযহা,
ইবরাহীম (আঃ) কর্তৃক শিশু পুত্র ইসমাঈল (আঃ)-কে আল্লাহর রাহে কুরবানী দেওয়ার অনুসরণে ‘সুন্নাতে ইবরাহীমী’ হিসাবে চালু হয়েছে।
মক্কা নগরীর জনমানবহীন ‘মিনা’ প্রান্তরে আল্লাহর দুই আত্মনিবেদিত বান্দা ইবরাহীম ও ইসমাঈল আল্লাহর কাছে নিঃশর্ত আত্মসমর্পণের মাধ্যমে তুলনাহীন ত্যাগের যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, বর্ষপরম্পরায় তারই স্মৃতিচারণ হচ্ছে ‘ঈদুল আযহা’ বা কুরবানীর ঈদ। আল্লাহর কাছে আত্মসমর্পণের প্রকৃষ্ট নমুনা এই কুরবানীতে প্রতীয়মান।
অনেকেই আমার আজকের দিনটির ভিডিও চিত্র দেখতে চেয়েছেন বিধায় এই ভিডিও, দেখুন ভালো না লাগলেও খারাপ লাগবেনা কথা দিচ্ছি ।
ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল.-সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক - র.ই মানিক চিত্রপুরী ।
চিত্রপুরী ফেজবুক পেইজ - https://www.facebook.com/r.i.manik.krishi
র.ই.মানিক - https://www.youtube.com/channel/UCP8URhOJjXihdbuZ-amzY1A
চিত্রপুরী ভিলেজ কুকিং- https://www.youtube.com/c/ChitrapuriVillageCooking/videos
প্রয়োজনে- 01712 250700