MENU

Fun & Interesting

A Visit to GANGASAGAR | Gangasagar Mela 2024| গঙ্গাসাগর ভ্রমণ |গঙ্গাসাগর মেলা ২০২৪| @Bivramishati

Bivramishati 3,909 1 year ago
Video Not Working? Fix It Now

Edited by YouCut:https://youcutapp.page.link/BestEditor Join us on a virtual journey to Gangasagar, a sacred Hindu pilgrimage site where the Ganges River meets the Bay of Bengal. Explore the bustling markets, vibrant temples, and annual Makar Sankranti festival in this captivating video showcasing the spiritual significance and cultural richness of Gangasagar. ==================== গঙ্গাসাগর কীভাবে যাবেন? ==================== * শিয়ালদহ স্টেশনের দক্ষিণ শাখার নামখানা লোকালে চেপে কাকদ্বীপ। ট্রেন ভাড়া - ২৫ টাকা। সেখান থেকে লট নং ৮ ফেরী ঘাট । ভেসেলে চেপে নদী পেরিয়ে কচুবেড়িয়া ঘাট। ভাড়া - ২৫ টাকা। সেখান থেকে বাস, অটো, টোটো ইত্যাদিতে চেপে গঙ্গাসাগর। * কাকদ্বীপ না নেমে নামখানা চলে যেতে পারেন। ট্রেন ভাড়া - ২৫ টাকা। সেখান থেকে টোটো বা মোটর ভ্যানে চেপে নারায়ণপুর ফেরী ঘাট। লঞ্চ পেরিয়ে বেণুবন ফেরী ঘাট। ভাড়া - ৪০ টাকা। টোটোতে চেপে শেয়ারে মাথাপিছু ৬০ টাকা ভাড়ায় গঙ্গাসাগর। ** সম্পূর্ণ পথ জলপথে পাড়ি দিতে চাইলে বাবুঘাট বা মিলেনিয়াম পার্ক থেকে cruise এ করে ও যেতে পারেন। সম্প্রতি ডায়মন্ডহারবার থেকেও cruise চালু হয়েছে। Online booking হয় দুটি জলপথের ক্ষেত্রেই। দেখে নেবেন। Cruise booking website : www.ospreyindia.com ============== কোথায় থাকবেন? ============== * সবচেয়ে সস্তায় ভারত সেবাশ্রম। তাছাড়া অনেক মঠ ও হোটেল আছে। পশ্চিমবঙ্গ সরকারেরও যুব আবাস বা অন্যান্য থাকার জায়গা আছে। Google এ খুঁজে নেবেন। WB Tourism Property এর থাকার জায়গা website এ online booking হয় । * আমরা ছিলাম ওঙ্কারনাথ পান্হনিবাসে। এর location খুব ভালো ।এখানে থাকতে চাইলে আগে থেকে book করবেন। Ph no : 8293237251, 9007578145 =================================== কী কী দেখবেন? =============== * ঘোরার জন্য টোটো বুক করবেন। ৮০০ থেকে ৯০০ টাকা। দরদাম করতে পারেন। মন্দির ও স্নানের ঘাটে পায়ে হেঁটেই যেতে পারবেন। এছাড়া লাইটহাউস মোহনার বীচ (অনেক লাল কাঁকড়া আছে), কিছু মন্দির, নাগ সরোবর, গোষ্ঠ মাতার মন্দির ইত্যাদি। বেণুবন থেকে গঙ্গাসাগর যাওয়া - আসার পথেই পড়ে নাগ সরোবর ও গোষ্ঠ মাতার মন্দির। ====================================== Keywords #gangasagar Tour #gangasagar visit #gangasagar_mela #gangasagar_mela_2024 #gangasagar_yatra #gangasagar_tour_video #gangasagar_kahan_hai gangasagardham গঙ্গাসাগর_ভ্রমণ গঙ্গাসাগর_তীর্থ_যাত্রা গঙ্গাসাগর_মেলা গঙ্গাসাগর_স্নান গঙ্গাসাগর_কীভাবে_যাব গঙ্গাসাগর_কোথায় গঙ্গাসাগর_মেলা_২০২৪ গঙ্গাসাগর গঙ্গাসাগর_ধাম #thebusinessmedia #gangasagar #mytravelsupport #gangasagarmela #The Business media

Comment