শুধু কবিই ঈশ্বরকে গান শোনান না। ঈশ্বরও কবিকে গান শোনান। তবে সেই গানের মাধুর্য উপভোগ করতে হলে আমাদের অন্তরের পরিমার্জন প্রয়োজন। কবি তাই ঈশ্বরের কাছে পার্থনা করছেন সেই গানের মাধুর্য আস্বাদন করবার জন্য ঈশ্বর যেন তাঁকে প্রয়োজনীয় শ্রবণ শক্তি দান করেন।
‘'বজ্রে তোমার বাজে বাঁশি, সেকি সহজ গান।
সেই সুরেতে জাগব আমি, দাও মোরে সে কান।’'
কবি জয় গোস্বামীর উপলব্ধিতে তাঁর রবীন্দ্রনাথ কি ভাবে ধরা দিয়েছেন, আজ এই পর্বের মুল বিষয়।
Milton music, play the moments, musically
Subscribe : http://www.youtube.com/c/miltonmuzik
http://www.miltonproduction.com/