কিংবদন্তী শিল্পী ভাওয়াইয়া সম্রাট মুস্তাফা জামান আব্বাসীর ৮০তম জন্মদিনে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ মজার বক্তব্য রাখেন। যা শুনে দর্শক বিমোহিত হন এবং হাসিতে লুটিয়ে পড়েন কোন কোন কোন কথায়।
তিনি আব্বাসীকে গাছ মানুষ বা বটবৃক্ষের সাথে তুলনা করেন।
বাংলা সংগীতের জীবন্ত কিংবদন্তী সংগীত ব্যক্তিত্ব ও সাহিত্যিক মুস্তাফা জামান আব্বাসীর ৮০ তম জন্মোৎসব ৮/১২ ১৭ শুক্রবার সন্ধ্যায় জাতীয় জাদুঘর সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কাঠপেন্সিল সাহিত্য সংসদ এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। সভাপতির বক্তব্য রাখেন নজরুল ইন্সটিটিউট এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম। মুস্তাফা জামান আব্বাসীকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন কবি আল মুজাহিদী, মিডিয়া ব্যক্তিত ফরিদুর রেজা সাগর, শিশুসাহিত্যিক আলী ইমাম, শিক্ষাবিদ ও সাহিত্যিক আসমা আব্বাসী, শিল্পী শাহীন সামাদ ও শারমিনী আব্বাসী প্রমুখ।
সীমান্ত আকরাম সম্পাদিত মুস্তাফা জামান আব্বাসীর ৮০ তম জন্মোৎসব সংকলন “উড়িল সোনার পায়রা” এর মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।
পরিবেশন করেন শিল্পী শাহীন সামাদ, ফাতেমাতুজ জোহরা, ইন্দ্রমোহন রাজবংশী, কিরণচন্দ্র রায়, নাশিদ কামাল, অণিমা মুক্তি গমেজ, আবু বকর সিদ্দিক, জহির আলিম, নূরজাহান আলিম ও আজগর আলিম ।
স্বাগত বক্তব্য রাখেন সংসদের সভাপতি সীমান্ত আকরাম।অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আহসান হাবীব খান ও ফারাহ দোলন।
প্রধান অতিথি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, শিল্প হচ্ছে স্বপ্ন জাগানিয়া। গানের সুর যতই ভালো হোকনা কেন সেই গান যদি মনের রাজ্যে আন্দোলিত না করে সেটি গান না। মুস্তাফা জামান আব্বাসীর মনে-প্রাণে গানের সুর ঝংকারিত হয়। আজ-কাল আর গাছ মানুষ নেই। এই দুঃসময়ের তীরে তিনিই একজন বটবৃক্ষ গাছ মানুষ।
আমাদেরকে ভিজিট করতে এই লিঙ্কে ক্লিক করুন
Subcribe: https://www.youtube.com/channel/UCgi9pcKyTIxg-FEwc7VH7Cg?sub_confirmation=1
Facebook: https://www.facebook.com/godhulitvbd
Google Plus : https://plus.google.com/u/0?pageId=102234277979413615812
Twitter: https://twitter.com/godhuli_tv
আমাদের আরো ভিডিও দেখতে এই লিঙ্কে ক্লিক করুন
Short Film Rag (র্যাগ) https://youtu.be/8kjXPkvc09o
Short Film এক লংকা ভাত | | https://youtu.be/V1qxzRfyND4
Music Video থাকতে পাড় ঘাটাতে তুমি https://youtu.be/JIPBWnx7PA0
Music Video দে দে পাল তুলে দে https://youtu.be/3Q3gCfNm0rA
Music Video প্রেম জানেনা রসিক কালাচান https://youtu.be/K8r5bgGSzTE
Speech আব্দুল্লাহ আবুসায়ীদের অসাধারণ বক্তব্য https://youtu.be/45YX9PVkwIQ