ABP Ananda live: 'আমার কত ক্ষমতা, দেখাতে গিয়ে আপনি দলকে ছোট করছেন। আর যারা এই কাজগুলো করেছে, একদিকে ভাল হয়েছে, তাদেরকে চিহ্নিত করা গেছে।' দলের আইনশৃঙ্খলা নিয়ে নেতা-কর্মীদের এমনই বার্তা দিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। পাশাপাশি তাঁর হুঁশিয়ারি, আগে তিনিই শুভেন্দু অধিকারী এবং মুকুল রায়কে চিহ্নিত করেছিলেন, এবারও তিনিই বেইমানদের চিহ্নিত করবেন। এই প্রেক্ষিতে প্রশ্ন উঠছে, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় কাদের চিহ্নিত করেছেন? কারা নিজেদের ক্ষমতাশালী বলে মনে করছেন? সেই মুখপাত্র, বিধায়ক বা সাংসদ কে? এদিকে গদ্দার মন্তব্য় নিয়ে পাল্টা অভিষেককে আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী।
#tmcnews #westbengal #tmcmeeting #mamatabanerjee #abhishekbanerjee #kolkatanews #cmmamatabanerjee #tmcleader #westbengal #kolkata #westbengalelection #trinamoolcongress #mamatabanerjee #abhishekbanerjee #tmcrally #netajiindoorstadium #livenews
#ABPAnanda #Bengalinews #ABPAnandaDigital #ABPAnandaLIVE #BengaliNews #এবিপিআনন্দ #এবিপিআনন্দলাইভ #এবিপিআনন্দ #এবিপিআনন্দলাইভ