শূন্য মন শয়তানের কারখানা। কথাটি বড় তিক্তসত্য। মন কখনো খালি থাকে না।আপনি যদি আপনার মনকে আল্লাহর ভালোবাসা দ্বারা পূর্ণ না করেন তাহলে আপনার মন দুনিয়ার ভালোবাসা, হারাম জিনিসের প্রেম, অর্থ সম্পদের লোভ-লালসা দ্বারা পূর্ণ হয়ে যাবে। একটির পরিপূর্ণতায় জান্নাত আর আরেকটি আপনাকে নিয়ে যাবে জাহান্নামের দিকে। সুতরাং, আপনার অন্তরকে আল্লাহ তা'আলার ভালোবাসায় পরিপূর্ণ করুন, আল্লাহ তা'আলার সাথে সম্পর্ক করুন, তাহলে জান্নাত আপনাকে হাতছানি দিয়ে ডাকবে