MENU

Fun & Interesting

এত ফুল আগে কখনো দেখিনি অ্যাডেনিয়াম গাছে /Adenium plant normal care /

Green Friends 97,340 2 years ago
Video Not Working? Fix It Now

#Adenium_plant_care #Adenium_nursery বহু এডেনিয়াম বাগান আপনার পরিদর্শন করেছেন বা আমি নিজে দাঁড়িয়ে সেই সমস্ত বাগানের ভিডিও করেছি কিন্তু দিনের পর দিন আমাদের সামনে বহু সুন্দর সুন্দর গাছ চলে আসছে যেগুলো দেখে আমরা মুগ্ধ হয়ে গেছি। প্রত্যেকটা মানুষ বাগান করার জন্য সারা ফেলছে শিখছে জানছে ও একে অপরকে সকলে শেখাচ্ছে কিন্তু ৭০ বছর বয়সে এত সুন্দর বাগান করা ছেলে খেলার ব্যাপার নয়। আমাদের সকলের প্রিয় মানুষটি হাতে-কলমে সবকিছু শেখাচ্ছেন ছাদে বাগান করতে গেলে। সম্পূর্ণ ভিডিওটি নিখুঁতভাবে দেখুন আমরা ফোন নম্বর দিয়ে রাখলাম যারা কিছু গাছ কিনবেন শুধুমাত্র তারাই ফোন করবেন এছাড়া গাছের বিষয়ে জানার জন্য ফোন করবেন না অসুবিধা হবে বয়স্ক মানুষ। 6289847522 গাছ কেনার জন্য এই নম্বরটি দেওয়া হল আমরা সকলেই চাই ভালো গাছ আমাদের বাড়িতে হোক সহজেই আমরা যেন সব কাজ করতে পারি।

Comment