বাংলার প্রাচীন জনপদ | প্রাচীন বাংলার ইতিহাস | Admission | BCS |job preparation|bcs online tutor
বাংলার প্ৰাচীন জনপদসমূহ :
প্ৰাচীনযুগে বাংলা নামে কোনো অখণ্ড রাষ্ট্ৰ ছিল না। বাংলার বিভিন্ন অংশ তখন পুণ্ড্ৰ, বঙ্গ, সমতট, গৌড়, হরিকেল, বরেন্দ্ৰ এরকম প্ৰায় ১৬টি জনপদে বিভক্ত ছিল।বাংলার বিভিন্ন অংশে অবস্থিত প্ৰাচীন জনপদগুলোর সীমা ও বিস্তৃতি সঠিকভাবে নির্ণয় করা অসম্ভব। কেননা বিভিন্ন সময়ে এসব জনপদের সীমানা হ্ৰাস অথবা বৃদ্ধি পেয়েছে।বাংলার জনপদগুলোর মধ্যে প্ৰাচীনতম হলো পুণ্ড্ৰ.
প্রাচীনকালে বাংলার ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলগুলাের নাম দেয়া হয়েছিল জনপদ। চতুর্থ শতক হতে গুপ্ত যুগ, গুপ্ত পরবর্তী যুগ, পাল, সেন প্রভৃতি আমলের উল্কীর্ণ শিলালিপি ও সাহিত্য গ্রন্থে প্রাচীন বাংলার ১৬ টি জনপদগুলাের নাম পাওয়া যায় (বাংলায় ছিল ১০টি)। বঙ্গ, গৌড়, সমতট, হরিকেল, চন্দ্রদ্বীপ, রাঢ়, পুণ্ড ও বারিন্দ্রী প্রভৃতি নামে জনপদ ছিল।
প্রাচীন বাংলার ইতিহাস,প্রাচীন বাংলা,প্রাচীন বাংলার জনপদ ssc,গৌড় জনপদের পরিচয়,জনপদ কাকে বলে,প্রাচীন বাংলার জনপদের মানচিত্র,প্রাচীন জনপদ,#প্রাচীন বাংলার জনপদ,#বাংলার প্রাচীন জনপদ,#কিভাবে প্রাচীন জনপদ মুখস্থ করা যায়,#বাংলার জনপদ,#প্রাচীন জনপদ,প্রাইমারী কোটা বাতিল,প্রাইমারী বিজ্ঞান কোটা কি,প্রাইমারী ভাইভা,প্রাইমারী ভাইভা অভিজ্ঞতা,প্রাইমারী পরীক্ষার ফলাফল,প্রাইমারীতে কত,প্রাইমারিতে কত পেলে পাশ,প্রাইমারিতে কত পেলে জব হবে,প্রাইমারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল,
#বাংলার_প্রাচীন_জনপদ
#প্রাচীন_বাংলার_ইতিহাস
#bcs_online_tutor