মরতে মরতে প্রায় বেছে ফিরলাম আফগানিস্তান থেকে
গত প্রায় একমাস ভ্রমণ করার পর এবার সিদ্ধান্ত নিলাম আফগানিস্তানকে বিদায় বলার
সেই উদ্দেশ্যে আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে চলে আসি
আফগানিস্তানে জালালাবাদ শহরে এসে যখন হোটেলে গেলাম হোটেল ম্যানেজার বলতে লাগলো
পাকিস্তান এবং আফগানিস্তানের সবথেকে গুরুত্বপূর্ণ যে বর্ডার তার নাম তোরখাম
হঠাৎ পাকিস্তান সেই বর্ডার বন্ধ করে দিয়েছেন
তাই আমি সহ আরো কিছু বিদেশি পর্যটক আটকা পড়েছেন
তারপর আমিও সেই বিদেশি পর্যটকদের সাথে কথা বলি এবং আমাদের সকলের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায়
প্রায় প্রতিদিন অপেক্ষা করতে করতে হঠাৎ আমরা খবর দেখতে পাই কিছুক্ষণের মধ্যেই বর্ডার খুলে দিবে
আফগানিস্তানের বর্তমান সরকার তালেবান তাদের একটি প্রতিনিধি দল চলে যায় পাকিস্তানের বর্ডার প্রতিনিধির সাথে মিটিং করতে
কিন্তু মিটিংটি সফল না হওয়াতে বর্ডার খোলা হয়নি
প্রায় 100 কিলোমিটার ভ্রমণ করে আমরা জালালাবাদ শহর থেকে বর্ডারে আসি
দেখতে দেখতে প্রায় সন্ধ্যা তালেবান যোদ্ধারা আমাদের বলেন
আপনারা বর্ডার থেকে কোন একটি হোটেলে চলে যান কারণ যে কোন সময় এখানে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে,
তারপর আমরা বর্ডারের নিকটে হোটেলে চলে যাই রাত তখন প্রায় ১২ টা
হঠাৎ শুরু হয়ে যায় গোলাগুলি শব্দ আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে
এতদিন শুধু শুনতাম আফগানিস্তান পাকিস্তানের বিভিন্ন ধরনের লড়াই
আর এই প্রথম নিজের চোখের দেখতে পাইলাম এবং মরতে মরতে বেঁচে গেলাম
পরদিন সকালে যুদ্ধ চলা অবস্থায় আমরা আবার ফিরে আসলাম জালালাবাদ শহরে
বর্ডারের অপেক্ষায় যেন শেষ না হওয়ার মত আরো দুইদিন অপেক্ষা করার পরে
অবশেষে সিদ্ধান্ত নিলাম পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে থাকা আরো একটি ব্যস্ততম বর্ডার
যা পাকিস্তানের বেলুচিস্তান রাজ্যের কুয়েটা শহরের নিকটে এবং আফগানিস্তানের কান্দাহার শহরের নিকটে
জালালাবাদ থেকে প্রায় 700 কিলোমিটার ভ্রমণ করার পর চলে আসি সেই বর্ডারে
পাকিস্তান এবং আফগানিস্তানের সবথেকে ব্যস্ততম বর্ডার তোর খাম
বন্ধ হওয়ার কারণে অপেক্ষা করতে করতে আমাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যায়
আমরা যখন বর্ডারে আসি আফগানিস্তানের বর্ডার ইমিগ্রেশন অফিসার তালেবান আমাদেরকে আফগানিস্তান ত্যাগ করার জন্য
আমাদের পাসপোর্টে এক্সিট স্টাম্প দিচ্ছে না
কারন আমাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যায়
এর জন্য আমরা দায়ী ছিলাম না আমরা এ বিষয়ে বর্ডারে কথা বলেছি
তারা আমাদেরকে বলেছে বর্ডার বন্ধ অপেক্ষা করার জন্য
যাই হোক দীর্ঘ পাঁচ ঘন্টার পর অবশেষে তালেবান আমাদেরকে অনুমতি দেন আফগানিস্তান ট্যাগ করার জন্য
অবশেষে আমি আমার চাইনিজ কানাডিয়ান রাশিয়ান ৪ বন্ধুরা একসাথে আফগানিস্তান থেকে পাকিস্তানি প্রবেশ করি
সবকিছু মিলিয়ে এ যেন মরতে মরতে বেঁচে ফেরা
পাকিস্তানি আসার পর পাকিস্তানের নিরাপত্তা কর্মীরা আমাদেরকে নিরাপত্তা দিয়ে পাকিস্তানের বেলুচিস্থানের রাজধানী কুয়েটাতে পৌঁছে দেন
এবং কুয়েটা পুলিশ আমাদের রাত্রিযাপন করার জন্য হোটেলের ব্যবস্থা করে দেন,
আমার ভ্রমণ এর প্রথম থেকে এখন পরর্যন্ত ভিডিওর প্লেলিস্ট,
https://youtube.com/playlist?list=PLBYMDePW5iVIX69c6xSy1MlvpLHoLuRiB&si=qgje0ggEoR_70AIi
আমার ভ্রমণ সম্পর্কে আরও প্রচুর ভিডিও দেখতে পাবেন
আমার ইউটিউব চ্যানেলে
https://youtube.com/@NomadicBangladesh
আমার ইনস্টাগ্রাম লিংক
https://www.instagram.com/nomadic_bangladesh
আমার ফেসবুক পেজ লিংক 👇
https://www.facebook.com/Nomadic.Bangladesh.2023
অথবা ইমেইল 👇
masudmsd2023@gmail.com
#nomadic_bangladesh #vlogging #vlogger #bangla #banglavlog #বাংলাদেশ #bangladeshivlogger #bicyle #bike #bikepacking #solotravel #solotravel #solotraveler #maharastra #india #southindian #Afghanistan #shortsfeed #shorts #shortvideo #shortsyoutube #bangla #banglashorts #travel #travelvlog #traveling #travellinglife #bangladeshi
Afghanistan Village Life travel Vlog #pakistan #পাকিস্তান #পাকিস্তানী #পাকিস্তানি #solotravelerbangladesh #Afghanistan #আফগানিস্তান #কাশ্মীর #আজাদ কাশ্মীর #kashmir #azadkashmir #azadkashmirvlogs #swat #malamjaba #malamjabbatoday #malamjabbasnowfall #afganistan #taliban #afgan #afganistantravel #AfghanistanVillageLife