MENU

Fun & Interesting

মালেশিয়ান রাম্বুটানের বাংলাদেশ জয় | Agro News Bangla

Agro News Bangla 1,979,721 3 years ago
Video Not Working? Fix It Now

অন্যান্য ফল বছরে ১ বার পাওয়া গেলেও, রামভুটান বছরে আসে দুইবার। একটা প্রাপ্তবয়স্ক গাছে সব মিলিয়ে বছরে ফল পাওয়া যায় ৫ থেকে ৭ মন। অন্য ফল গাছের অনেক পরিচর্যার দরকার হলেও এই গাছ বেড়ে ওঠে তেমন কোনও যত্ন ছাড়াই, আর দাম বেশি পাওয়ায়, মুনাফাও অত্যাধিক। নরসিংদী জেলার শিবপুরের অষ্টানী গ্রামের জনাব মজনু উৎপাদন করেন রাম্বুটান চারা যার ফোন নাম্বার হচ্ছে 01725-256627। তার কাছে ভালো মানের চারা আছে বলে আমরা সরেজমিনে দেখেছি। তবে নিজ দায়িত্বে দরদাম করে নিবেন। রাম্বুটান গাছ কিভাবে লাগাবেন এবং এর বিস্তারিত ভিডিও আসছে পরের ভিডিওতে।

Comment