ওয়ার অন টেররের ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েছে অসংখ্য হারানো অস্তিত্বের চিহ্ন, যেখানে মানবতা শুধু স্মৃতির ছায়া হয়ে রয়ে গেছে। নানা প্রোপাগান্ডার আড়ালে অগণিত জীবনের গল্প আর স্বপ্ন ঝরে গেছে নির্বাকভাবে।
এরই ধারাবাহিকতায় "ওয়ার অন টেররের ধ্বংসস্তুপের নিচে অস্তিত্ব নিখোঁজ" বিষয়ে ❝অস্তিত্বের সন্ধানেঃ সংকট ও সমাধান❞ সেমিনারে আলোচনা রেখেছেন - আহমেদ রফিক হাফিজাহুল্লাহ