ডিপসিক একটি চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কোম্পানি। সাম্প্রতিক সময়ে কম্পানিটি প্রযুক্তি জগতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ডিপসিকের মূল লক্ষ্য হল কম খরচে কার্যকর এআই মডেল তৈরি করা। ডিপসিকের তৈরি ডিপসিক চ্যাটবট অ্যাপ অত্যন্ত অল্প সময়ে এবং নামমাত্র বিনিয়োগে, বর্তমান সময়ের শীর্ষ এআই কম্পানি ওপেনএআইয়ের চ্যাটজিপিটি সহ গুগলের জিমিনি বা মাইক্রোসফটের কোপাইলট কে টেক্কা দিতে পেরেছে। ডিপসিক অ্যাপ প্রকাশের মাত্র দশ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরের সবচেয়ে বেশি ডাউনলোডকৃত অ্যাপে পরিণত হয়েছে।
ডিপসিকের আর্বিভাবের ফলে, বিশ্বের শীর্ষ এআই চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া একদিনে শেয়ার বাজার থেকে প্রায় ৫৯৩ বিলিয়ন ডলার, বাংলাদেশী টাকায় প্রায় ৬৫ লক্ষ ২৩ হাজার কোটি টাকা লোকসান গুনেছে। এটি ওয়াল স্ট্রিটের ইতিহাসে এক দিনে কোনো একক কোম্পানির জন্য সবচেয়ে বড় শেয়ার পতনের রেকর্ড সৃষ্টি করেছে।
চীনের তৈরী ডিপসিক এআই প্রযুক্তি বিশ্বে কেন এতটা আলোড়ন তুলেছে এবং ভবিষ্যতে এই কম্পানি কিভাবে এআই এর ধারণা আমূল বদলে দিবে, সে সম্পর্কে আলোচনা করা হবে কিকেনকিভাবে র এই পর্বে।
00:00 ভূমিকা
01:21 ডিপসিক কী?
02:21 ডিপসিক কেন সেরা?
03:43 ডিপসিক কিভাবে করল?
05:00 এআই টোকেন কী?
06:43 ডিপসিক ওপেন সোর্স
কিকেনকিভাবে র ফেসবুক পেইজেও নিয়মিত সকল ভিডিও প্রকািশিত হচ্ছে। কিকেনকিভাবে র ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে লাইক এবং ফলো করে আমাদের সাথে থাকুন।
ফেসবুক পেজ: https://www.facebook.com/kikenokivabe
💡 সাবস্ক্রাইব করুন: https://goo.gl/sBmcKv
🔔বেল আইকন ক্লিক করুন🔔
💡 আমাদের ওয়েব সাইট ঘুরে আসুন:
▶ https://kikenokivabe.com/
⚠ এই ভিডিওতে প্রচারিত সকল তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইট / বই / জার্নাল / ম্যাগাজিন / জাতীয় ও আর্ন্তজাতিক গণমাধ্যম / প্রামাণ্যচিত্র থেকে সংগৃহীত।
⚠ এই ভিডিওতে ব্যবহৃত কিছু ছবি প্রকৃত ব্যক্তি, ঘটনা, সময় বা স্থানকে উপস্থাপন করে না; দৃশ্যের শূণ্যতা পূরন করতে তা ব্যবহার করা হয়েছে। কিছু দৃশ্য কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরী করা হয়েছে।
⚠ এই ভিডিও ডাউনলোড করে, পুনরায় কোন ধরনের প্রচার মাধ্যমে বিতরণ করবেন না।
CONTACT US:
✉ email: [email protected]