MENU

Fun & Interesting

Ajmer Sharif Dargah || Garib Nawaz Moinuddin || খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ মাজার শরিফ

Md Fizz 567,073 1 year ago
Video Not Working? Fix It Now

#ajmer My Instagram Id : https://www.instagram.com/mdfizz02/ My Page - https://www.facebook.com/profile.php?id=100064160706925 For Business Gmail - [email protected] ---------------------------------------------------------------------------------------------------------------------- ভারতের যে কোনো রাজ্য ভ্রমণ করতে পারেন আমাদের সাথে এছারা ট্রেন টিকিট ফ্লাইট সহ যে কোনো সাহায্যর জন্য যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ +8801602886492 Gmail - [email protected] আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আজমির শরিফ দরগাহ বাহ আজমের শরীফ যা ভারতের রাজস্থানের আজমিরে অবস্থিত শ্রদ্ধেয় সুফি সাধক খাজা বাবা মইনুদ্দিন চিশতি রাহমতুল্লাহের সমাধি দরগাহ। যা কোটি কোটি মুসলমানদের আবেগের স্থান। যারা মঈনুদ্দিন চিশতি রাহমতুল্লাহিকে ভালবাসেন তারা জীবনে একবার হলেও আজমিরে আসেন৷ তবে আজকের দিনটি ছিল উরশ মানে খাজা বাবার মৃত্যুবার্ষিকি। এই ভিডিওতে দেখাবো কিভাবে মৃত্যুবার্ষিকি পালন করা হয় তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো। *জয়পুর থেকে মাত্র ৬০ রুপিতে ট্রেনে করে চলে যাবো আজমির শরিফে। দূরত্ব ১৩০ কিলোমিটার রাজস্থানের রাজধানী জয়পুর থেকে। তবে আপনারা চাইলে বাংলাদেশ অথবা কলকাতা থেকে শরাশরি আজমিরে আসতে পারেন। কম খরচে আসতে চাইলে প্রথমে কলকাতা এর পর মাত্র ৭০০ টাকায় কলকাতা থেকে ট্রেনে করে আজমির আসতে পারবেন। কলকাতা শিয়ালদহ থেকে প্রতিদিন রাত ১০:৫৫ মিনিটে আজমির সুপার ফাস্ট এক্সপ্রেস ট্রেনটি আজমির শরিফের উদ্দেশ্য ছেরে যায় যার দূরত্ব ১৬৫০ কিলোমিটার সময় লাগে ২৮/৩০ ঘন্টা। *যেহেতু আমি ভারতবর্ষ একা একা ভ্রমণ করি তাই প্রথমেই এসেছিলাম রাজস্থান জয়পুরে সেখানে দুইদিন ঘুরে আজমিরে রওনা হয়। কলকাতা থেকে আজমিরে ট্রেন থাকলেও এয়ারপোর্ট নেই যার কারনে জয়পুর এয়ারপোর্টে নামতে হয়। তাই যারা ফ্লাইটে আসবেন জয়পুরে নেমে ট্রেন অথবা বাসে করে আজমির শরিফ যেতে পারবেন। *আজমির স্টেশনে নামার পরে আমরা হেটেই চলে যায় কারন স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার দুরে অবস্থিত আজমির শরিফ। আপনি চাইলে অটো নিয়েও যেতে পারেন ভাড়া ২০/৩০ রুপি। তবে এত মানুষ দেখে আমি অবাক হয়ে গেছিলাম এরপর শুনি আজকে থেকে নাকি উরশ শুরু হয়েছে যা ৬ দিন ব্যাপি চলতে থাকবে। যার কারনে এখানকার সব হোটেল গুলো তাদের ভাড়া হাজার গুন বাড়িয়ে দেই। ১০০০ হাজার টাকার হোটেল রুম তারা ১০/১২ হাজার টাকা ডিমান্ড করে। এছারা ওরশের সময় ৩০ হাজার প্রযন্ত রুমের ভাড়া থাকে যা কল্পনারও বাহিরে। তাই আমার বেশ ভোগান্তি হয়েছে কম রেটে রুম খুজতে গিয়ে। এরপর আমরা প্রবেশ করি মাজার শরিফে যেখানে শাহিত আছেন উপমহাদেশে বিখ্যাত সুফি সাধক মঈনউদ্দীন চিশতি রহমতুল্লাহ। যেখানে সারাবিশ্ব থেকে হিন্দ, মুসলিমসহ সকল সম্প্রদায়ের কাছে মহান তীর্থস্থান আজমীর। সারা বছরই লক্ষ লক্ষ ধর্মপ্রান মানুষের উপস্থিতিতে মুখরিত থাকে মাজার কমপ্লেক্স। সর্বধর্মের এমন বৃহত্তর মিলনক্ষেত্র পৃথিবীতে ২য় আছে কিনা সন্দেহ। উরশ মানে মৃত্যুবার্ষিকি অথবা আত্মশুদ্ধির মিলন মেলা হিসেবে পরিচিত। খাজাবাবা মঈনউদ্দীন চিশতি রহমতুল্লাহের মৃত্যুবাষ্কৃকি উপলক্ষে এবারেও লক্ষ লক্ষ ধর্ম প্রান মানুষ ভারত সহ পৃথিবীর বিভিন্ন যায়গা ছুটে এসেছে আজমিরে। খাজা মঈনুদ্দীন চিশতী ৬৩৩ হিজরীর ৫ রজব দিবাগত রাত অর্থাৎ ৬ রজব সূর্যোদয়ের সময় ইনতিকাল করেন তাই প্রতিবছর পহেলা রজব হতে ৬ রজব পর্যন্ত আজমির শরীফে তার সমাধিস্থলে ওরস অনুষ্ঠিত হয় আসলে রজব শব্দের অর্থ সম্মান করা। ইসলামে চারটি পবিত্র মাসের একটি হিসাবে একে গণ্য করা হয়। তবে এখানে সারাদিন কাওয়ালী এছারা দরুদপাঠ হয়। বিভিন্ন গ্রুপ বিভিন্ন যায়গায় বসে এই কাওয়ালী গায় কেউ বাহ আবার এই কাওয়ালী শুনে টাকা আকাশে উরাই৷। তবে গরিবে নওয়াজ খাজা বাবার সমধিতে রয়েছে মুল্যবান সব সম্পদ। শ্বেত মর্মরের সমাধিবেদী, রূপার রেলিং, সোনায় মোড়ানো সিলিং, রূপার পাতে মেড়ানো এর বুলুন্দ দরজা।এছারা এর এক পাশেই রয়েচে পৃথিবীর সবচেয়ে বড় রান্নার করাই যেকানে ১২০ মন ও ৮০ মন চাউলের খিচুড়ি রান্না করার জন্য দুটি ডেকচি রয়েছে। কেউ বাহ সন্তানের জন্য পাপ থেকে মু তবে সমাধির ভিতরে কোনো ভিডিও ফটোর অনুমতি নেই তাই বাহিরে তেকেই ভিডিও করতে হয়েছে। মাজারের চারিপাশে নারী পুরুষেরা সারাদিন রাত পার্থনা করে থাকে অনেকে মানতও করে। আবার অনেকে নাহ বুঝে শিরকের মত পাপ কাজে লিপ্ত হয়। যে গোনাহের কোনো মাফ নেই। ভারতের যে কোনো রাজ্য ভ্রমণ করতে পারেন আমাদের সাথে এছারা ট্রেন টিকিট ফ্লাইট সহ যে কোনো সাহায্যর জন্য যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ +8801602886492 Bangladesh To India 560 Taka -https://youtu.be/tVAJJWIhs94 Kolkata To Kashmir Rs 750 -https://youtu.be/Ft-EocTkUhw Kolkata To Delhi Rs 650 -https://youtu.be/YHIaD0WXIlM India To Bangladesh Rs30 -https://youtu.be/S2k1KHv77K0 Thanks For Watching..

Comment