তখন জুলাইয়ের শুরু— সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের সঙ্গে তুলনা করে বক্তব্য দেন সাবেক সরকার প্রধান শেখ হাসিনা। তার এমন মন্তব্যে রাজপথে অভিনব প্রতিবাদ করেন শিক্ষার্থীরা। তখন শিক্ষার্থীদের আবেগ বুঝতে না পেরে উল্টো তাদের ওপর আক্রোশ মেটান আওয়ামী লীগ সরকার ও দলটির শীর্ষ পর্যায়। শুধু তাই নয়, তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও ছাত্রলীগ শিক্ষার্থীদের ওপর হামলা করে। পিটিয়ে রক্তাক্ত করে নারী শিক্ষার্থীদেরও। সেই হামলাই গণবিস্ফোরণের বীজ বপন করে দেয়।
ছাত্র-জনতার রক্ত আর হাজারো প্রাণের বিনিময়ে বাংলাদেশে দীর্ঘ প্রায় ১৬ বছরের স্বৈরাচার শাসনের অবসান হয়েছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন।
#akhtar #akhterhossen
#quotamovement #mahfuj #mahfujul_alam #mahmudarkya #itibritto
..........::..........
⚠ এই চ্যানেলের কোন ভিডিও ডাউনলোড করে, পুনরায় অন্য কোনো অনলাইন প্লাটফর্মে আপলোড করবেন না।
.
🎶🎸 Music credit : Studio.youtube.com
💡 সাবস্ক্রাইব করুনঃ
https://www.youtube.com/c/MahmudArkya
...........::..........
For any business enquiry :
☎️ Contact: +8801521452654
📮 [email protected]