MENU

Fun & Interesting

আমেরিকার গ্রাম ও কৃষকের জীবন|Amish Village যেখানে প্রযুক্তি ব্যবহার হয় না

Video Not Working? Fix It Now

আমিষ জনগোষ্ঠী নামে একটা জনগোষ্ঠীর কাছে যারা এখনো আমেরিকার মত জায়গায় থেকে প্রযুক্তি ব্যবহার করে না তাদের কাছে কোন গাড়ি নেই তারা কারেন্ট ব্যবহার করে না ফোন ব্যবহার করে না তাদের কোন কম্পিউটার নেই কারেন্ট তারা ব্যবহার করে সেটা হচ্ছে তাদের জেনারেটর ব্যাটারির মাধ্যমে তারা আধুনিক বিশ্বের সাথে কোন সম্পর্ক রাখতে চায় না তাদের প্রধান কাজ হচ্ছে কৃষিকাজ গবাদি পশু লালন-পালন।দূর থেকে দেখলে মনে হবে উন্নয়নের স্রোত থেকে পিছিয়ে থাকা একটা জনগোষ্ঠী তা কিন্তু নয় এরা মূলত ঐতিহ্য এবং ধর্মকে লালন করেই জীবনযাপন করে যাচ্ছে। দুনিয়া যখন ছুটছে আধুনিকতার পিছনে তখন এই আমিষ জনগোষ্ঠী কিন্তু তাদের পুরানো ঐতিহ্যকেই ধরে রেখেছে তারা সবসময় চলাচল করে এই ঘোড়ার গাড়িতে এদের প্রধান পেশা হচ্ছে কৃষি। তারা আসলে এখনো তাদের আদি ঐতিহ্যকে জীবনের ব্রত হিসেবে টেনে নিয়ে যাচ্ছে। আমিষ জনগোষ্ঠীর বাচ্চারা পড়াশোনা করে ৬ থেকে ১৪ বছর পর্যন্ত তারা শুধুমাত্র ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করতে পারে তাদের নিজস্ব স্কুল থাকে সেই স্কুলেই তারা পড়াশোনা করে তাদেরকে অপশন দেয়া হয় তারা চাইলে আধুনিক জীবন বেছে নিতে পারে তবে তা যদি তারা না করে তাহলে ছেলে সন্তানরা বাবার সাথে কৃষি কাজে জড়িয়ে পড়ে। আমিষ জনগোষ্ঠীতে আমি শুনেছি বাড়ির ছোট ছেলেকে সকল সম্পত্তি দিয়ে দেওয়া হয় আর বড়রা তাদের প্রয়োজনমতো কিনে নিতে পারে। আমি জনগোষ্ঠীর পোশাক-আশাক খুবই সাধারণ তারা একদমই সাধারণ জীবন যাপন করে তাদের চারটি পোশাক থাকে এছাড়া বাড়তি পোশাককে তারা অপচয় মনে করে। তাদের খুবই সাধারণ জীবন যাপন পছন্দ তাই তারা এভাবেই জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছে চলুন তাহলে ভিতরে কেমন দেখতে হয় সেই জিনিসগুলো দেখে আসি #usalifestyle #amishvillage #KAPTAITOUSABloggerSathi #dailyvlog #Amish _village _in _america #Pennsylvania #amishvillageinamerica #আমিষগ্রাম Facebook link 👇 https://www.facebook.com/ummahabibasathi22226?mibextid=LQQJ4d Tiktok link 👇 www.tiktok.com/@kaptaitousabloggersathi

Comment