♦️পবিত্র শুভ আষাঢ়ী পূর্ণিমার প্রয়াস......
♦️আমরা নাকি বৌদ্ধ জাতি
♦️কন্ঠে- জুসি বড়ুয়া
♦️কথা,সুর ও মূলশিল্পী- শাক্যমিত্র বড়ুয়া
♦️শ্রদ্ধায় বিশেষ কৃতজ্ঞতা -ধুতাঙ্গ সাধক- উ. সুমনশ্রী থের
স্থান- অর্হৎ মাহাসি সতিপট্ঠান মহারণ্য,জ্যৈষ্টপুরা,বোয়ালখালী।
♦️বিশেষ ধন্যবাদ - সিদ্ধার্থ বড়ুয়া।( কানাইমাদারি) যিনি বুদ্ধ কীর্তন শিরোমনি পরম শ্রদ্ধেয় শাক্যমিত্র বড়ুয়ার যোগ্য সন্তান,যার অনুপ্রেরণায় কীর্তনটি করার সাহস পেলাম।
♦️কীর্তনটির কাজ শুরু হয়েছিল ২০২২ সালের জুনের দিকে। কিন্তু নানান ব্যস্ততায় হয়ে উঠেনি।অবশেষে শেষ করতে পারলাম।
♦️ধন্যবাদ ও কৃতজ্ঞতা - সুমিত বড়ুয়া,স্বপন বড়ুয়া,নয়ন বড়ুয়া সুবল, তপন বড়ুয়া,ছোট্ট বাবু অন্তর বড়ুয়া( যারা পূজনীয় ধুতাঙ্গ ভন্তের কাছে যেতে সহযোগিতা করেছেন এবং কুঠিরে ভিডিও ধারণে সহযোগিতা করেছেন)
♦️সংগীতায়োজন ও রিদম- প্রীতম আচার্য্য
কীবোর্ড - সৃজন রায়
বাঁশি- প্রাণেশ ভট্টাচার্য
একস্টিক গীটার- সুচয়ন দে
স্টুডিও - KS Digital
মিক্স &মাস্টার- কনক রাজবর
♦️পরিচালনা,ভিডিও সম্পাদনা ও এডিট - তন্ময় বড়ুয়া লগ্ন।
প্রথমবারের মত Tanmoy Barua Lagna পুরো কাজ একা করলো। ভুল ত্রুটি নিশ্চয়ই থাকবে। আশা করি উৎসাহ প্রদান করবেন।
♦️সার্বিক সহযোগিতায়- হিমেল বড়ুয়া স্বপ্নীল,ইপ্তি বড়ুয়া
♦️আশা করছি সকলের ভালো লাগবে আমার ক্ষুদ্র প্রচেষ্টাটুকু। পরম শ্রদ্ধেয় শাক্যমিত্র বড়ুয়ার অসাধারণ বাস্তবধর্মী কীর্তনটি গাইতে সাহস করেছি। ভুল ত্রুটি মার্জনীয়।🙏🙏
➡️➡️➡️➡️➡️➡️➡️ Follow my Facebook page👇
https://www.facebook.com/SingerJucyBarua?mibextid=ZbWKwL
➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️
কথা,সুর ও মূল শিল্পী- অধ্যাপক শাক্যমিত্র বড়ুয়া
====================
আমরা নাকি বৌদ্ধ জাতি
সবাই বলে সরলমতি
অহিংসার নামটি ধরে
জ্বালায় শুধু মোমের বাতি।
বুদ্ধ ছিলেন রাজার কুমার
ছিল তাহার সোনার সংসার
পায়ের দলে দলিয়ে
হলেন তিনি স্বর্বত্যাগী।।
পঞ্চশীল সবাই জানে
পঞ্চশীল কয়জনে মানে
প্রাণী হত্যার নাম শুনিলে
চমকে উঠে সমাজপতি।।
ধর্মের নামে অধর্মকে
লালন করে মহাসুখে
স্বার্থছাড়া কয়না কথা
মিথ্যার নামে করে বেসাতি।।