ABP Ananda Live: আর জি কর মেডিক্যালে চিকিৎসকের ধর্ষণ-খুনকে শুরু থেকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছিল হাসপাতাল কর্তৃপক্ষ। পরিকল্পিতভাবে সেই চেষ্টায় কি জড়িত ছিল আর জি কর হাসপাতালের পুলিশ আউটপোস্টও? এমনই মারাত্মক তথ্য উঠে এল শিয়ালদা কোর্টের নির্দেশনামা থেকেও। রায়ে উল্লেখ করা হয়েছে, ৯ অগাস্ট সকালে পুলিশ আউটপোস্ট থেকে টালা থানায় ফোন করে বলা হয়, হাসপাতালে একজন চিকিৎসক আত্মহত্য়া করেছেন। নিহত চিকিৎসকের মা-বাবাও দাবি করেছিলেন, শুরুতে হাসপাতাল থেকে ফোন করে তাদের জানানো হয়েছিল যে মেয়ে আত্মহত্যা করেছেন। আর ফোন করার সময় সামনে পুলিশও ছিল বলে জানানো হয়। তাহলে কি ইচ্ছাকৃতভাবেই সর্বস্তর থেকে ধর্ষণ-খুনের ঘটনা চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল? উঠছে প্রশ্ন।
#RGkarhospital #medicalcollege #westbengal #Kolkatanews #deathnews #mamatabanerjee #medicalstudentdeathnews #ABPAnanda #kolkatarapecase #kolkata #doctorstrike #kolkata #kolkatanews