Aparajita Auddy | অভিনয়ের ক্ষেত্রে পোশাক ছাড়া আমার জীবনে কোনও রিজ়ার্ভেশন নেই : অপরাজিতা
#Aparajita Auddy | #tollywoodnews | #christmas
ডিসেম্বরের সকালে অপরাজিতা আঢ্যের সঙ্গে কন্টিনেন্টাল ব্রেকফাস্ট। অভিনেত্রীর গাড়ি যেন টাইমমেশিন। শীতের আদর গায়ে মেখে অপরাজিতার নস্টালজিয়ায় মাখামাখি অতীতের খোঁজ। আড্ডা হল তাঁর পছন্দের জায়গায় বসে। সদ্য মুক্তি পেয়েছে নতুন ছবি ‘৫ নম্বর স্বপ্নময় লেন’। কথায় কথায় সেই ছবির প্রসঙ্গ, অভিনেত্রীর ব্যক্তিগত জীবন আর অবশ্যই ইন্ডাস্ট্রির গল্প।
আনন্দবাজার অনলাইনের ভিডিয়ো দেখতে ক্লিক করুন: https://www.anandabazar.com/video