MENU

Fun & Interesting

অপু বিশ্বাসকে ‘পরগাছা উকুন’ বললেন পরীমণি! Apu Biswas । Pori Moni । Bijoy Entertainment

Bijoy Entertainment 73,306 1 week ago
Video Not Working? Fix It Now

#ApuBiswas #PoriMoni #অপু #পরীমণি দেশীয় রঙ্গমঞ্চের আলোচিত-সমালোচিত দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও পরীমণি। এই দুই নায়িকার মধ্যে দারুণ সম্পর্ক রয়েছে। একে অপরের প্রশংসা করেছেন বহুবার। আবার অপুর শত্রু বুবলীর বিরুদ্ধেও সোশ্যাল মিডিয়ায় অবস্থান নিয়েছিলেন পরীমণি। অপু বিশ্বাস নিজেই এক সাক্ষাৎকারে বলেছেন, ঢালিউডে আমরা পাঁচ বোন, আমি বড়, পরীমণি মেজো, তমা মির্জা সেজো, এরপর পূজা চেরী ও সবার ছোট দীঘি। তবে এই সাক্ষাৎকারের কিছুদিন পর পরীমণি একটি সাক্ষাৎকারে বলেছেন, আমি ঠিক বুঝি না অপুদি সত্যি আমাকে ভালোবাসে কি না! তবে এবার খোলা ময়দানে যা হলো, তাতে আর বুঝতে বাকী নেই অপু বিশ্বাস এবং পরীমণির সম্পর্কটা আর আগের মতো নেই। শুধু তাই নয়, সম্পর্কটা যে উল্টো তিক্ততায় পরিণত হয়েছে তার আঁচ পাওয়া গেছে পরীর একটা স্ট্যাটাসে। ১ মার্চ সকাল সকাল ঘুম থেকে উঠেই নিজের ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন পরীমণি। সেখানে তিনি লিখেছেন, ‘অ্যানাউন্সমেন্ট! তাও ঈদ ক্যাম্পেইন অ্যানাউন্সমেন্ট!! বাবাগো, একটা চায়না ফোন দিয়ে এখনকার পিচ্চি পোলাপান, দিনে কয়েক’শ ভালো রিলস বানায় রেনডমলি! এক বরবাদ যে তোমাদের মতন পরগাছা উকুনদের তামাম জিন্দেগীর অস্তিত্ব নিয়ে লারাবাড়া করে দিলো সেটা আর বলতে চাই না’ তাছাড়া, পরী শুধু অপুর কাজ নিয়েই সমালোচনা করেননি। তার স্ট্যাটাসের পরের অংশে অপুর ব্যক্তিজীবন নিয়ে কটুক্তি করেছেন তিনি। পরী লিখেছেন, ‘অহংকার আর আত্ম-অহংকার এর তফাৎ বুঝতে চেষ্টা করো। নিজ যোগ্যতায় অর্জন করতে হলে আগে সফল মানুষকে নিয়ে হিংসাত্মক আক্রমণ বন্ধ করে একদম নিজের ফু টাং এর দিকে আগে আঙ্গুল দাও পিও। পৃথিবীতে অনেক বদনাম ঘুচে যায় একটা নামি নামের জন্যে, কিন্তু বদনামি লোক নামি মানুষের নামে আসে না।’ স্ট্যাটাসের শেষে তিনি লিখেছেন, ‘আমি আমার ফোনের ওই হারিয়ে যাওয়া সবুজ ব্যাঙ খুঁজে পেলাম উফ কি শান্তি।’ এর আগে অপু বিশ্বাস একটি স্ট্যাটাস দিয়েছিলেন। তাতে একটি ঘোষণা ছিলো যে, ‘অ্যানাউন্সমেন্ট, ঈদ ক্যাম্পেইন কামিং টুনাইট’। ঘোষণা অনুয়ারি অপুর ফেসবুকে রাতের বেলা একটি রিলস ভিডিও প্রকাশ পায়। তাকে অপুকে সাদা আনারকলিতে লাস্যময়ী হিসেবে তুলে ধরা হয়। কেউ কেউ এই ভিডিওর প্রশংসাও করেন, আবার কেউ কেউ এতে পাঞ্জাবী গান ব্যবহারের সমালোচনা করেন। copyright © BIJOY ENTERTAINMENT Production-2025 সঙ্গে থাকুন বিজয় টিভির সাথে Website: http://bijoy.tv/ Facebook: https://www.facebook.com/bijoytvlimited

Comment