করল্লা একটি আদর্শ সবজি যা খুবই স্বাস্থ্যকর এবং সবার প্রিয়। কিন্তু বাজার থেকে কিনে সব সময় এই করল্লা কিনে খাওয়া হয় না, এক দাম খুব বেশি আর দুই পছন্দমত পাওয়া যায় না। তাছাড়া বাজারের করল্লায় নানা রকম ভেজাল থাকে, অনেক সময় চকচকে করার জন্য রং পর্যন্ত দেওয়া হয়, কীটনাশক এর মেয়াদ শেষ না করেই বাজারে নিয়ে আসে। তাই একোয়াপনিক্স এর মাধ্যমে নিজের বাড়ির ছাদে বা আংগিনায় মাটি এবং সার বিহীন করল্লা উৎপাদন করে সতেজ ও সজীব করল্লা খেতে পারেন। ফলে করল্লা খাবার সময় মনের মাঝে কোন সন্দেহ থাকবে না। তাই আসুন সবাই আজ থেকে প্রতিজ্ঞা করি করল্লা খাব তো নিজে উৎপাদন করেই খাব।