মোল্লাদের পক্ষ থেকে, 'ছবি তোলা হারাম' ফতোয়া, অতঃপর মায়ের জানাজা বিহীন দাফন এবং একজন আরজ আলী মাতুব্বরের উত্থান।
অভাব অনটন দারিদ্র্যের মধ্যই ব্রিটিশ আমলে জন্ম হয় আরজ আলী মাতুব্বর এর। বাবার অকাল প্রয়াণের পর শৈশব কৈশরের অনেকদিন কেটেছে না খেয়ে। তবু হার মানেন নি জীবনের কাছে। প্রাতিষ্ঠানিক শিক্ষা বলতে, দ্বিতীয় শ্রেণী অব্দি পড়াশোনা। একপ্রকার শূন্য থেকেই উত্থান ঘটে এই দার্শনিকের। তাঁর সমসাময়িক বুদ্ধিজীবীরা অনেকেই তাঁকে তুলনা করেছেন, গ্রীক দার্শনিক সক্রেটিসের সাথে, কেউবা করেছেন গ্যালিলিওর সাথে। গত চার-পাঁচ দশকে যাঁরাই মুক্তচিন্তা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন কিংবা আছেন, সবাই আরজ আলী মাতুব্বর এর নাম উচ্চারণ করেন শ্রদ্ধার সাথে। তাঁর লেখালেখি পড়েই বর্তমান প্রজন্মের অসংখ্য তরুণ-যুবা মুক্তচিন্তার দিকে ধাবিত হচ্ছে। তাঁকে ছাড়া বাংলাদেশের মুক্তিচিন্তার ইতিহাস যে অসম্পূর্ণ, একথা বললে একটুও অত্যুক্তি হবে না।
আজ আরজ আলী মাতুব্বর এর সাইত্রিশ তম মৃত্যুবার্ষিকী।
তথ্যসূত্রঃ
১/ আরজ আলী মাতুব্বর রচনা সমগ্র ০১
লিংকঃ http://www.amarboi.com/2012/11/aroj-ali-matubbor-rachana-samagra-01.html
২/ আরজ আলী মাতুব্বর রচনা সমগ্র ০২
লিংকঃ http://www.amarboi.com/2012/10/aroj-ali-matubbor-rachana-samagra-02.html
৩/ আরজ আলী মাতুব্বর রচনা সমগ্র ০২
লিংকঃhttp://www.amarboi.com/2013/06/aroj-ali-matubbor-rachanasamagra-03.html
৪/ একজন আরজ আলী - হাসনাত আবদুল হাই
লিংকঃhttp://www.amarboi.com/2013/08/ekjon-aroj-ali-hasnat-abdul-hai.html
৫/ https://obisshash.com/aroj-ali-matubbor-bio/
৬/ আরজ আলী মাতুব্বর [বাংলাপিডিয়া]
৭/ আরজ আলী মাতুব্বর [উইকিপিডিয়া]