কক্সবাজার সদর ১নং চৌফলদন্ডী ইউনিয়ন উত্তর রাখাইন পাড়া সদ্ধম্মসিরি বৌদ্ধ বিহার মহাপ্রবজ্যা গ্রহন, সদ্ধর্ম আলোচনা সভা এবং একক সদ্ধর্মদেশনা আয়োজন করা হয়।
উক্ত এই পূণ্যানুষ্ঠানেব ১৩ই মার্চ ২০২১ইং রোজ শনিবার রাত ৮ টায় খাগড়াছড়ি জেলা পানছড়ি উপজেলাধীন কুড়াদিয়াছড়া ধম্মা বিচারা মেডিটেশন সেন্টার অ্যান্ড সোসাইটি এর সম্মানিত প্রতিষ্ঠাতা ও পরিচালক বিদর্শনাচার্য্য আশ্যাং বিচারা ভান্তে একক সদ্ধর্ম দেশনা প্রদান করেন।
সব্বে সত্ত্বা সুখিতা হোন্তু।
জগতের সকল প্রাণী সুখি হোক।
দুঃখ থেকে মুক্তি লাভের হেতু হোক।
সাধু সাধু সাধু।