আজকে অটিজম বাচ্চার বাবা মা দের সাথে কিছু ভিন্ন রকমের আলোচনা করা হবে।
আজ কিছু স্পিরিচুয়াল অ্যাসপেক্টে কথা হবে।
আমরা সবাই জানি যে আমাদের একজনের চিন্তা ভাবনা,ইমোশন,আমাদের আশেপাশে মানুষে জনের মধ্যেও ট্রন্সফার হয়।
যেমন খেয়াল করবেন যে একজন বেশি একটা ভালো মানুষ না, যাকে দেখলে কখনো পজিটিভ চিন্তা আসে না,ধরেন আপনার অফিসের বস বা যে-ই হোক।
আপনি তার রুমে ডুকতে গেলেও দেখবেন আপনার ভিতরে ভিতরে বিরক্ত লাগছে, মেজাজ খারাপ হচ্ছে।
আবার কিছু মানুষকে দেখবেন যেই লোকটা রুমে ঢুকা মাত্র আশেপাশের পরিবেশ সুন্দর হয়ে যায়, সবার মুখে হাসি চলে আশে,চারপাশে সুন্দর হয়ে উঠে।
তো এই ব্যাপার গুলো কিছুটা স্পিরিচুয়াল ব্যাপার, আবার এই গুলোর পিছনে সাইন্স ও আছে।
আপনারা জানেন আমরা যখন চিন্তা করি, আমাদের যে ইমোশন গুলো আমরা অনুভব করি এই ইমোশন গুলোর এক ধরনের ফ্রিকুয়েন্সি আছে।
তাহলে স্পেশাল বাচ্চাদের ক্ষেত্রে এই জিনিসটা কেন প্রাসঙ্গিক,
বিস্তারিত ও পরামর্শ গুলো জানতে ভিডিওটি দেখতে থাকুন।
আজকে আমাদের সাথে আলোচনায় থাকছেন ওসমান গনি স্যার ।
স্বনির্ভর জীবনের পথে , আপনার পাশে আইএনডিআর
ট্রিটমেন্ট পেতে - 📞 01931405986
autism,প্যারেন্টিং,প্যারেন্টিং কেমন,প্যারেন্টিং কেমন হওয়া উচিত,Parenting tips,positive parenting tips,good parenting tips,parenting tips for children,parenting advice,প্যারেন্টিং কি,স্মার্ট প্যারেন্টিং,প্যারেন্টিং টিপস,বাচ্চার শাসন পরবর্তী পিতা মাতার আচরণ,পজেটিভ প্যারেন্টিং,mental health counselor,psychiatric therapy,mental therapy,positive parenting,মানসিক স্বাস্থ্য,বাচ্চার শাসন পরবর্তী পিতা মাতার আচরণ,স্পিরিচুয়াল প্রাকটিস,