জব ভিসা বা অন্য ভিসা নিয়ে আপাতত কাজ করতে চাচ্ছি না । এটিকে নিয়ে ভবিষ্যতে চিন্তা করব ।তবে ,জাপানিজ ভাষা শিখে , জাপান যেতেই হবে , এমন কে কে আছেন ?
যারা ডেডিকেটেড রয়েছেন যে ,জাপান যেতেই হবে ।তারা এখানে কমেন্ট করবেন ।
অর্থাৎ জাপানি ভাষা শিখলাম , হলে হল না হলে নাই ।দেখিনা ট্রাই করে ….যদি এখানে না হয় ,আরেক জায়গায় গেলাম ।এরকম যদি কেউ হয় ,তাহলে যোগাযোগ করবেন না ।আমি যা যা জাপানিজ ভাষা পড়াবো, সেগুলো বাসায় পড়বে ,এমন যদি হয় তাহলে যোগাযোগ করুন । টার্গেট হলো ১০ জনকে পড়াবো ।যাতে ১০ জনই ভিসা পায় ৷ সময় যাতে নষ্ট না হয় দুই পক্ষেরই ।
হোয়াটসঅ্যাপ নম্বরে বর্তমানে আপনি কিসে পড়ছেন বা কতটুকু পড়ালেখা করেছেন দিয়ে রাখুন।হোয়াটসঅ্যাপ নম্বরে আপনাকে জানিয়ে দেয়া হবে কখন থেকে পড়ানো হবে । #whatsappstatus_number +8108090940385
#Mobile_number01870488402