আজিজুল ভাইয়ের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একদিন ।। Azizul Bhai At University Of Rajshahi
আজিজুল ভাইয়ের বাড়ি রাজশাহীর চরখানপুরে । সালাহউদ্দীন সুমন ভাইয়ের ভিডিওর মাধ্যমে তিনি বিশ্ব দরবারে পরিচিত হয়ে উঠেন। বারবার তার বাড়ি যাই তাই আপনারা অনেকদিন ধরেই কমেন্ট করছিলেন আজিজুল ভাইকে একটু শহরে আনতে। আমরা আজিজুল ভাইকে নিয়ে বিশ্ববিদ্যালয় ও শহর ঘুরেছি ।