ইংরেজিতে কথা বলার জন্য Vocabulary অনেক বেশি Important। শব্দ জানা না থাকলে আপনি কখনোই ইংরেজিতে Fluent কথা বলতে পারবেন না। আমি প্রতিদিন কোনো কোনোভাবে নতুন বা Advanced Words শেখার চেষ্টা করি। আজ আপনাদের দেখাব যে পাঁচটি Tips ফলো করে আমি Vocabulary প্র্যাকটিস করি। এই Tips ফলো করার জন্য বাড়তি কিছুর প্রয়োজন হবে না।