সম্প্রতি কিছু জেলেকে নাফ নদী থেকে অপহরণের পর মুক্তিপণ না চেয়ে শুধু নির্যাতন করেছে আরাকান আর্মি। কারণ হিসেবে জেলেরা বলছেন, আরাকান আর্মি শুধু জানতে চেয়েছে বাংলাদেশ সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঘাঁটি ও অবস্থান। পার্বত্যাঞ্চলে আরাকান আর্মির ঘাঁটি তৈরি করা হয়েছে বলেও ফিরে আসা একাধিক জেলে স্বীকার করেন। আরাকান আর্মি সদস্যদের পরিবার বাংলাদেশে থাকে বলেও জানান জেলেরা।