অপরুপ আশ্চর্য বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর: Bangladesh National Zoo, Mirpur, Dhaka | Otut (অটুট)
অভিযান রোমাঞ্চকর সাফারি পার্ক, গাজীপুর
https://youtu.be/OOGUkHb1QqQ
জলে কুমির ডাঙায় বাঘ? নাকি ডাঙায় কুমির আর জলে বাঘ? কে জানে? আজকে আমরা এসেছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায়। এখানে এর আগে আমি কখনো আসিনি। শুধু চিড়িয়া নয়, এখানে সবই আছে। বাঘ ভালুক হাতি ঘোড়া সবকিছু। চিড়িয়াখানায় পশুপাখি দেখতেই সবাই আসে। তাই আমরা সেগুলোই যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি। তবে ভালুক, সাপ এবং বাদরের দেখা পাওয়া কঠিন হয়ে গেছে। সাপ আবছা কাঁচের ভেতর। ভালুক মশাই রাগান্বিত ছিলো এবং বাদর যেন মানুষ দেখে নিচেই মোটে নামছিলো না। বাকি সকলেরই প্রায় দেখা পেয়েছি।
বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা তে প্রবেশ মুল্য ৫০ টাকা। ভিতরের জাদুঘরের প্রবেশ মুল্য ১০ টাকা। প্রতি রবিবার বন্ধ থাকে। তবে রবিবার সরকারি ছুটির দিন হলে সেই রবিবার চিড়িয়াখানা খোলা থাকে। গ্রীষ্মকালে (এপ্রিল-অক্টোবর) সকাল ৯ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত খোলা থাকে এবং শীতকালে (নভেম্বর-মার্চ) সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত খোলা থাকে| বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, মিরপুর, ঢাকা (Bangladesh National Zoo, Mirpur, Dhaka) চিড়িয়াখানা রোড, মিরপুর, ঢাকা – ১২১৬
(Otut Documentary)অটুট ডকুমেন্টারি; অটন প্রোডাকশনসের তথ্যচিত্র নির্মাতা প্রতিষ্ঠান। আমাদের এই প্রচেষ্টা সফল হবে আপনাদের মুগ্ধতায় এবং ভালবাসায়। আমাদের সাপোর্ট করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। শেয়ার করতে পারেন। কমেন্ট বক্সে জানান আপনার মুল্যবান মতামত।
ফেইসবুকে আমরা: facebook.com/otutdocumentary/
ইন্সটাগ্রামে আমরা: instagram.com/otutdocumentary/
টিকটকে আমরা: tiktok.com/@otutdocumentary/