আমার ফেসবুক পেইজ: https://www.facebook.com/profile.php?id=100077079454006
আমার ফেসবুক গ্রুপ: https://www.facebook.com/groups/850443926482803/
অনেকেই আমার কাছে মেসেজ করেন ‘প্রচুর পড়াশোনার পরও বিসিএস বা অন্য কোন চাকরির পরীক্ষার প্রিলি পাশ করতে পারি না’। কেউ কেউ আবার প্রিলি উতরে গেলে রিটেনের বাধা আর পার করতে পারছেন না। বারবার ব্যর্থতার কারণে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়ছেন। যেহেতু অসংখ্য শিক্ষার্থী একই ধরণের সমস্যায় ভুগছেন তাই আমি আমার মতো করে কিছু সমাধান দেয়ার চেষ্টা করেছি। যদি আপনারা মনে করেন আমার পরামর্শ অপনাদের উপকারে আসবে তবে এগুলো মেনে চলতে পারেন।
#রাইম_সুলতানা
সহকারী কমিশনার,
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট