ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে গত ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে রাজধানীর এফডিসিতে অনুষ্ঠিত হয় “ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ সরকার বিডিআর হত্যাকান্ড ঘটিয়েছে” শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো: আসাদুজ্জামান । অনুষ্ঠানটি পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনা করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে তেজগাঁও কলেজ ও বিরোধী দল হিসেবে বাংলাদেশ ইউনিভার্সিটির বিতার্কিকগণ অংশগ্রহণ করে।
ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ সরকার বিডিআর হত্যাকান্ড ঘটিয়েছে
Debate on “To stay in power, Awami League government has killed BDR”
www.youtube.com/DebateforDemocracy
www.facebook.com/kirondfd
www.debatefordemocracy.org