বেদে। কেউ বলেন বাদিয়া কেউবা বাইদ্যা নামে ডাকে এই জনগোষ্ঠীর মানুষদের। বেদে বাংলাদেশ ও ভারতের একটি যাযাবর জনগোষ্ঠী। যারা সাধারনত নৌকায় বসবাস করে। তারা নৌকায় করে একেক সময় একেক জায়গায় অস্থায়ী ভাবে অবস্থান করে। গ্রামে গ্রামে ঘুরে সাপ ধরা, সাপের খেলা দেখানো, জাদুবিদ্যা প্রদর্শন করাসহ বিভিন্ন রকম কর্মকান্ডের মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকে। বেদেরা সাধারনত নৌকাকে বসবাস করার ঘর হিসেবে ব্যবহার করে। ধীরে ধীরে হারিয়ে বিলুপ্ত হয়ে যাচ্ছে বেদে সম্প্রদায়। আজকের ভিডিওতে তুলে ধরেছি বেদে সম্প্রদায়ের হালহকিকত।
Contact email address for sponsorship, affiliate or other business purpose: [email protected]
#বেদে #বেদে_সম্প্রদায় #bede #bede_community