MENU

Fun & Interesting

#রূপমঞ্জরী-১০৫ (#নারায়ণ সান্যাল) #ঐতিহাসিক #bengaliaudiostory #উপন্যাস #history @golpokothay_soma

গল্পকথায় সোমা 204 lượt xem 1 week ago
Video Not Working? Fix It Now

@গল্পকথায় সোমা @golpokothay_soma

#রূপমঞ্জরী-১০৫ (উপন্যাসঃ নারায়ণ সান্যাল), উপস্থাপনায় @golpokothay_soma , পাঠ ও সম্পাদনাঃ সোমা বোস

#rupamanjari, #রূপমঞ্জরী, #audiobook ,#bangla_audio_story ,#bengali_audio_story ,#bengali_audiobook ,#galpa_katha ,#galpo_Anikulapo,,#আমাদের_গল্পকথা,#ঐতিহাসিক #ঐতিহাসিক_যাত্রা_পালা #গল্প_কাহিনী,#গল্পকথা , #গল্প_কথা_ও_কাহিনী,গল্প কথা গান,গল্প কথা চ্যানেল,গল্প কথা দুই বোন,গল্প কথা নাটক,গল্প কথা বাস্তবতা,গল্প কথার কল্পলোকে,গল্প কথার গল্প,গল্প কথার মাঝে, #গল্প_পাঠ, #গল্পকথা, #রুপকথার_গল্প, #রুপকথার_গল্প_২০২৩, #হটী_বিদ্যালঙ্কার, #হটু_বিদ্যালঙ্কার, #শ্রীচৈতন্যদেব, #নীলাচলে_মহাপ্রভু

অনেক মেয়ে সংস্কৃত শিক্ষার উচ্চ সোপানে উঠেছিলেন। তাঁদের অন্যতম হচ্ছেন রাঢ়দেশের হটী বিদ্যালঙ্কার ও হটু বিদ্যালঙ্কার, বিক্রমপুরের আনন্দময়ী দেবী (১৭৫২-১৭৭২) ও কোটালিপাড়ার প্রিয়ম্বদা দেবী (১৬-১৭ শতাব্দী) ও বৈজয়ন্তী দেবী (১৭ শতাব্দী)। এঁদের মধ্যে সবচেয়ে সুপ্রসিদ্ধা ছিলেন হটী বিদ্যালঙ্কার। তিনি ছিলেন রাঢ়দেশের এক কুলীন ব্রাহ্মণ পরিবারের বালবিধবা। সংস্কৃত ব্যাকরণ, কাব্য, স্মৃতি ও নব্যন্যায়ে তিনি বিশেষ পারদর্শিতা লাভ করে বারাণসীতে এক চতুষ্পাঠী স্থাপন করেছিলেন। পন্ডিতসমাজ তাঁকে বিদ্যালঙ্কার উপাধিতে ভূষিত করেছিলেন। বেশ বৃদ্ধবয়সে ১৮১০ খৃষ্টাব্দে তিনি মারা যান। হটু বিদ্যালঙ্কারের আসল নাম ছিলো রূপমঞ্জরী। তিনিও রাঢ়দেশের মেয়ে ছিলেন, তবে তিনি জাতিতে ব্রাহ্মণ ছিলেন না। তাঁর পিতা নারায়ণ দাস অল্পবয়সেই মেয়ের অসাধারণ মেধা দেখে, তার ১৬/১৭ বছর বয়সকালে তাঁকে এক ব্রাহ্মণ পন্ডিতের চতুষ্পাঠীতে পাঠিয়ে দেন। সেখানে অধ্যয়ন করে রূপমঞ্জরী ব্যাকরণ, আয়ুর্বেদ ও অন্যান্য শাস্ত্রে বিশেষ পারদর্শিতা লাভ করেন। নানা জায়গা থেকে ছাত্ররা তাঁর কাছে ব্যাকরণ, চরকসংহিতা, নিদান ও আয়ুর্বেদের নানা বিভাগের বিষয়বস্তু সম্পর্কে শিক্ষালাভ করতে আসতো। অনেক বড়ো বড়ো কবিরাজ তাঁর কাছে চিকিৎসা সম্বন্ধে পরামর্শ নিতে আসতেন। রূপমঞ্জরী শেষপর্যন্ত অবিবাহিতাই ছিলেন এবং মস্তক মুন্ডন করে মাথায় শিখা রেখে পুরুষের মতো বেশ ধারণ করতেন। ১০০ বৎসর বয়সে ১৮৭৫ খৃষ্টাব্দে তাঁর মৃত্যু ঘটে।

@golpokothay_soma সম্পূর্ণ একক উদ্যোগে, একক প্রচেষ্টায় বাংলা গল্প ও উপন্যাসের সম্ভার নিয়ে এসেছি সকলের জন্যে। সাথে থাকছে ভ্রমণের সামান্য কিছু গল্পও।

বাংলায় গল্প শুনতে ইচ্ছুক শ্রোতাদের কাছে অনুরোধ, ভুলত্রুটিগুলি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, পরামর্শ দেবেন এবং আমার চ্যানেলের সমস্ত গল্পগুলি শুনবেন। জানাবেন গল্পগুলি কেমন লাগছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন।

কথা দিচ্ছি আগামীতে ভুলত্রুটিগুলি সংশোধনের মাধ্যমে আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসবো আপনাদের মন জয় করতে।

Comment