বিদায়, নতুন বৌঠান | Biday, Notun Bouthan | Ditipriya
চৈত্র মাসে নিজের জন্মদিনের দিনই নববধূটির বিবাহের সানাই বাজে। নয় বছর বয়সে পা দেন তিনি ঠাকুর বাড়িতে। রবিঠাকুরের নতুন বৌঠান কাদম্বরী দেবী। নিঃসঙ্গ একাকিনী নতুন বৌঠান একদিন সরিয়ে নেন নিজেকে পৃথিবী থেকে। কেমন ছিল সে সময়টুকু! জানি না কেউই। কিছু বাস্তব কিছু কল্পনা মেশানো সেই সময়টুকুর কথা উঠে এসেছে সুনীল গঙ্গোপাধ্যায়ের কলমে তাঁর "প্রথম আলো" উপন্যাসে। সেটুকুই রইলো আপনাদের সামনে আমার নিবেদন।
হেডফোন ব্যবহারের অনুরোধ রইলো।
Recitation: Ditipriya
Sound mixing and design: Bisakh
Like, subscribe and share. Stay tuned for more.