biharinath dham, Bankura । বাবা বিহারী নাথ মন্দিরের সৃষ্টির আসল কারণ ও বিহারী নাথ ধাম পরিদর্শন
বাবা বিহারী নাথ মন্দির টি বাঁকুড়া জেলার মটুক বনি গ্রামের সংলগ্ন অবস্থিত। মন্দিরের সংলগ্ন বড়ো পাহাড় অবস্থিত। এখানে বাবা মহাদেববের মন্দির ছাড়াও চার পাশে আরো বিভিন্ন দেবতার মন্দির রয়েছে। এখানে শ্রাবন মাসে প্রচুর ভক্ত গণ আসে বাবা মহাদেবের মাথায় জল ঢালার জন্য।এছাড়া ফাল্গুন মাসে শিব রাত্রিতে প্রচুর মানুষ আসে এখানে মেলা ও বসে বিভিন্ন রকম অনুষ্ঠান এর সমাহার নিয়ে। বাবা খুব জাগগ্রত প্রত্যেক ভক্তের চেষ্টা করে মনোস্কামনা পূর্ণ করার জন্য। এখানে আসতে চাইলে আপনারা সব জায়গা হতে আসতে পারেন। রানীগঞ্জ ও আসানসোল হয়ে আসতে পারেন।madhukunda স্টেশনে নেমে সোজা বিহারী নাথ মন্দিরের গাড়ি peye যাবেন।এই ছাড়া রানীগঞ্জ,বাঁকুড়া থেকেও আপনারা গাড়ি ধরে আসতে পারেন।
#biharinath dham #biharinath hill #bankura