MENU

Fun & Interesting

মহানবী (সা.) যাদের ‘ভাই’ বলেছেন! Bijoy TV

BIJOY TV 1,069 1 day ago
Video Not Working? Fix It Now

#মহানবী রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তার জীবদ্দশার সময়ের উম্মত ও সাহাবিদের ভালোবাসতেন না, উম্মতের অনাগতদের প্রতি নবীজির ছিল তীব্র ভালোবাসা। কেননা তারা না দেখেই রাসুলের জন্য সাক্ষ্য দেবে। এক হাদিসে রাসুল (সা) তাদের ভাই বলে সম্বোধন করেছে। সাহাবি এবং উম্মতের প্রতি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অতিশয় স্নেহশীল ও দয়ালু ছিলেন। নবীজির উম্মত কোনো দুঃখ-কষ্টে লিপ্ত হবে এবং আজাব-গজবে পড়বে এটা সহ্য করতে পারতেন না। এ কথার প্রমাণে পবিত্র কোরআনে আল্লাহতায়ালা ইরশাদ করেন : তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকেই একজন রাসুল, তোমাদের দুঃখ-কষ্ট তার পক্ষে সহ্য করা দুঃসহ। তিনি তোমাদের মঙ্গলকামী, মুমিনদের প্রতি স্নেহশীল, দয়াময়। (সুরা : তাওবাহ : ১২৮) উম্মতের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন সব সময় ব্যাকুল থাকতো। তাই প্রতিদিন প্রত্যেক নামাজের পর উম্মতের গুনাহের জন্য ক্ষমাপ্রার্থনা করতেন। উম্মুল মুমিনিন আয়েশা (রা.) বলেছেন, ‘রাসুল (সা.)-এর অন্তর প্রসন্ন দেখলে আমি বলতাম, হে আল্লাহর রাসুল, আপনি আমার জন্য দোয়া করুন।’ তিনি বলতেন, ‘হে আল্লাহ, আপনি আয়েশার আগে ও পরের, গোপন ও প্রকাশ্যে করা গুনাহ ক্ষমা করুন।’ রাসুল (সা.)-এর দোয়া শুনে আয়েশা (রা.) হেসে মাথা নিচু করে ফেলতেন। তার হাসিমাখা মুখ দেখে রাসুল (সা.) বলতেন, ‘আমার দোয়ায় কি তুমি আনন্দিত হয়েছো?’ আয়েশা (রা.) বলতেন, ‘হে আল্লাহর রাসুল, এটা কেমন কথা, আপনার দোয়ায় আমি আনন্দিত হব না?’ তখন রাসুল (সা.) বলতেন, ‘আল্লাহর শপথ, এভাবেই আমি প্রত্যেক সালাতের পর আমার উম্মতের জন্য দোয়া করি।’ (ইবনে হিব্বান : ৭১১১) রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তার সময়ের উম্মত ও সাহাবিদের ভালোবাসতেন না, অনাগতদের উম্মতের প্রতি তার ছিল তীব্র ভালোবাসা। আনাস (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘আমার ভাইদের সঙ্গে সাক্ষাৎ করতে ইচ্ছা করছে।’ সাহাবিরা বললেন, আমরা কি আপনার ভাই নই? রাসুল (সা.) বললেন, ‘তোমরা তো আমার সাহাবি তথা সঙ্গী। আমার ভাই হলো, যারা আমার ওপর ইমান আনবে; কিন্তু আমাকে দেখবে না।’ (মুসনাদে আহমাদ, হাদিস : ১২৭১৮) copyright © A BIJOY TV Production-2025 সঙ্গে থাকুন বিজয় টিভির Website: http://bijoy.tv/ Facebook: https://www.facebook.com/bijoytvlimited Youtube: http://youtube.com/bijoytvofficial

Comment