বাইক রেজিষ্ট্রেশন খুব সহজ একটা প্রক্রিয়া। ধর্য্য সহকারে পুরো ভিডিওটি দেখুন।
বাইক ক্রয় করবার পরে শোরুমে বলে দিবেন যে আপনি নিজে নিজে বাইক রেজিষ্ট্রেশন করতে চান এবং তারা যেন BSP ডেটা এন্ট্রি করে রাখে।তারপর একমাস সময়ের মাঝেই কাগজপত্র গুলো পেয়ে যাবেন।সেই কাগজপত্রের সাথে ২/১০ বছরের টাকা জমাদানের রশিদপত্র,ড্রাইভিং লাইসেন্সের ফটো কপি,ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি,আর বিদ্যুৎ বিলের কপি নিয়ে আপনার ইচ্ছে মতন যেকোনো দিনে বিআরটিএ অফিসে যাবেন।অফিসের তথ্য কেন্দ্র থেকে জেনে নেবেন কোথায় একজন পরিদর্শক বাইক পরিদর্শনে আসেন।সেখানে বাইক নিয়ে দাঁড়া হয়ে থাকবেন। তারপর সময় হলে একজন পরিদর্শক গাড়ি সমেত কাগজপত্র যাচাই-বাছাই করে সাইন করলে সেই সাইনকৃত ফাইল জমা দিয়ে আসবেন।তারপর ওরা ম্যাসেজ করে জানাবে কখন ফিঙ্গার প্রিন্ট দিতে হবে।
সাবসক্রাইব করে পাশে থাকবেন।
ধন্যবাদ!
#bikeregistration #brta #application #apply #numberplate #fingerprint #registrationprocess #bikelover #dailyvlog