যাত্রা জগতের বিখ্যাত গায়ক নায়ক বিমলেন্দু ভট্টাচার্য।
অবিভক্ত মেদিনীপুর জেলায় তার জন্ম, গ্রামের নাম শিরোমণি
ছোটো থেকেই মেদিনীপুর শহরে থাকতে শুরু করেন। আইনজীবী হয়েও যোগদান করে পেশাদার যাত্রা য় সত্যম্বর অপেরা র আমন্ত্রণে বিখ্যাত বিখ্যাত দলে বিখ্যাত যাত্রা পালায় অভিনয় করেন, তারমধ্যে আছে সত্যম্বর যাত্রালোক গণবাণী ভান্ডারী কোহিনূর জগৎজয়ী মুক্তধারা বঙ্গলোক নিউ প্রভাস নিউ মুক্তধারা বঙ্গলোক চন্দ্রলোক মুক্তলোক নিউ মুক্তধারা জগৎজয়ী ভারতী ভারতী বন্দনা বসুন্ধরা যাত্রাদূত মঞ্জরী দি তারামা শিল্পীতীর্থ শিল্পী মঞ্জরী দি মোহন
আমার অভিনীত পালা ***আঁধারে আলো একদিন রাত্রে নগর দর্পণ ধাত্রীপান্না ঝুমুর সোনার ঘোড়া নাগমণি গুপী গায়েন বাঘা বায়েন ভগবানের মুক্তি সানাই কালো মায়ের পাগল ছেলে মেজদি সাধক রামপ্রসাদ কাশ্মিরী কলি নটি বসন্তসেনা ভক্ত হরিদাস বাইজি বেগম নাগিন নরকের ফুল বান্দা আবদাল্লা মহব্বতের রাত বাঙালি বাবু গঙ্গাসাগর কলঙ্কিনী নায়িকা রাধা কেন কাঁদে পাঁচ পয়সার প্রেম ছন্নছাড়া ভগবান রক্ত দিয়ে বোনের বিয়ে স্ত্রীর পাপে স্বামী বলি মা আসামী ছেলে জজ বিলেত ফেরত বৌমা ঠাকুর জামাই এলো বাড়ীতে অন্নপূর্ণার মন্দির কলির ঠাকুর রামকৃষ্ণ শাহেনশার দেবী পূজা বা রাম ভক্ত তুলসীদাস ফিরে এসো বনলতা আমি নিমাইয়ের মা ভালোবাসা ভালো নয় গো বাবু বৌদি তুমি মা মরমী প্রিয়ার দরদী প্রেম পুকুরে ভাসছে বৌমার লাশ বৌমা আজও বাড়ী ফেরেনি কাঁটার বাসরে কাঁদছে রাত্রি রাত জাগা দুটি চোখ*** বিশেষ পালা*** নটি বিনোদিনী সাথী হারা ছোট বৌ***
#bengali #history #jatrapala #bimalendubhattyacharya #podcast
কৃতজ্ঞতা জ্ঞাপন, নিমাই নাথ,
বিমলেন্দু ভট্টাচার্য ও তার পরিবার কে।
চিত্রগ্রহণ রাকেশ সরকার
সাক্ষাৎকার গ্রহণ, সম্পাদনা ও পরিচালনা
অভিজিৎ সেন
Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UCmTUehSa91uIe2MCAJyIl4Q/join