বাংলাদেশের অধিকাংশ ফার্মাররা biosecurity সম্পর্কে যথেষ্ট সচেতন না। তাদের জৈব নিরাপত্তা সম্পর্কে স্বচ্ছ ধারনাও নাই। অথচ জীব নিরাপত্তাই হচ্ছে Secrete of disease free farming. আশাকরি ভিডিওটি পুরোপুরি দেখলে বিষয়গুলো সম্পর্কে ধারনা পাবেন।
শখের খামার এগ্রো প্রজেক্ট দেশের অন্যতম কৃষি খামার। কৃষি বিষয়ক পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ইনকিউবেটর, ইনকিউবেটরের পার্টস, কৃষি সামগ্রী, ইনব্রিডীং ফ্রী উন্নতমানের টার্কি ও ছাগল সরবরাহ করে থাকি।
ইনকিউবেটর, ইনকিউবেটরের পার্টস এবং কৃষি সামগ্রী ক্রয়ের জন্য নিচের ওয়েবসাইটটি ভিজিট করুন-
https://www.shokherkhamar.com/
“চাষী মানিক” এর ফেসবুক পেজ লিংক লাইক দিয়ে যুক্ত থাকুনঃ
১. https://www.facebook.com/chashimanik/
২. https://www.facebook.com/shokherkhamarap/
ফার্মিং বিষয়ে পরামর্শ ও সেবা পেতে নিচের গ্রুপটিতে যোগ দিনঃ
https://www.facebook.com/groups/poultrymastersschool/
♦♦যেভাবে ফার্মে আসবেনঃ সাভার নবীনগর ও বাইপাইল এর মাঝামাঝি স্টপেজ পল্লীবিদ্যুৎ নেমে, রিক্সায় বান্দু মিয়ার পুকুর পাড় পাঁকার মাথায় নেমে শখের খামার বললেই দেখিয়ে দেবে।