আশির দশকে এ রাজ্যের গ্রাম-গঞ্জ মাতিয়ে রেখেছিল যে যাত্রাপালা, সত্যিই তার নাম ‘মা-মাটি-মানুষ’। মানুষের মুখে মুখে ফিরত সে পালার গান, ‘মা আমার মাটি আমার আমার মানুষ রে।’ শিল্পী ছিলেন খোকন বিশ্বাস। নটী বিনোদিনী, মা মাটি মানুষ, অচল পয়সা, গঙ্গাপুত্র ভীষ্ম বিভিন্ন পালায় বিবেকের ভূমিকায় যাঁর গান আম জনতা থেকে শুরু করে ইন্দিরা গাঁধী এবং রবিশঙ্করকেও আপ্লুত করেছিল। দীর্ঘ ২৭ বছর ধরে তিনকড়ি ভট্টাচার্য, গুরুদাস ধাড়ার সঙ্গে বাংলার অন্যতম ‘বিবেক’ ছিলেন খোকন বিশ্বাস। জীবনের প্রথম অংশটা কেটেছিল বরিশালে। কলকাতার নট্ট কোম্পানির একটি শাখা ছিল সেখানে। সেই শশীভূষণ নট্ট কোম্পানিতেই হাতেখড়ি। তার পর এ পারে এসে ১৯৬৪ সালে যোগ দিলেন নট্ট কোম্পানিতে। প্রথম অভিনয় ‘পতিতের ভগবান’ পালায়। ১৯৭৩ সালে এল ‘নটী বিনোদিনী’। বিনোদিনীর ভূমিকায় বীণা দাশগুপ্ত। সেই পালায় দুর্গা সেনের সুরে গান গেয়ে বিপুল খ্যাতি পান খোকন। শিব যদি মা তোমার স্বামী, মন ভুলো না কথার ছলে, ন্যাংটা মায়ের ন্যাংটা খোকা মহাজাতি সদনে খোকনের গান শুনে মুগ্ধ হয়েছিলেন রবিশঙ্কর।
#jatrapala
#nattacompany
#Khokonbiswas
#jatra
#binadasgupta
#notibinodini
#achalpaisa
#Mamatimanush
#debisultana
#swapankumar
#Rakhalsingha
#kiranjatra
#Samajikpala
#bengalimovies
#bengalihits
# viralvideo
#viralnews
#mamatabanarjee
#song
#zeebangla