জগন্ময় জন্মেছিলেন ১৯১৮ সালের ৬ সেপ্টেম্বর, কলকাতার চেতলায় মাতুলালয়ে। দুর্ভাগ্যের বিষয়, তাঁর জন্মের একমাস আগে পিতা যতীন্দ্রনাথ মিত্রের মাত্র পঁচিশ বছরে অকালে মৃত্যু হয়। পিতৃহীন জগন্ময়ের শৈশবের দিনগুলো কেটেছে মাতামহ-মাতামহী এবং পিতামহ-পিতামহী আর পিতৃব্যদের অপার স্নেহ ও যত্নে। কলকাতায় এঁদের আদি আবাস ছিল কলকাতার আপার সারকুলার রোডে, পরে বাড়ি বদল করে বালিগঞ্জে বসতি গড়েন। পৈতৃক বাড়ি ছিল ২৪ পরগনার ডায়মন্ড হারবার মহকুমার মালা গ্রামে। মিত্র-পরিবারে সংগীতের আবহ ছিল, তার প্রভাব জগন্ময়ের শিশুমনে বেশ ভালোভাবেই পড়েছিল। স্কুলের লেখাপড়া শুরু হয় বালিগঞ্জের জগবন্ধু ইনস্টিটিউশনে, আর প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন চেতলা বয়েজ এইচ. ই. স্কুল থেকে। এরপর সম্ভবত কলকাতার কোনো কলেজে ভর্তি হন, তবে সে-তথ্য অজ্ঞাত। মনে হয় গানের নেশায় কলেজের পড়া বেশিদূর এগোয়নি। জগন্ময় বিয়ে করেন ১৯৪৩-এর এপ্রিলে। কিন্তু কয়েক মাসের ভেতরেই স্ত্রীর মৃত্যু হয়। জগন্ময় তাঁর স্মৃতিকথায় তাঁর এই বিয়ে সম্পর্কে
তথ্যসূত্র :কালি ও কলম
#viralvideo
#Jaganmaymitra
#Jaganmaymitrasong
#indianmusic
#uttamkumar
#binadasgupta
#heritage
#biography
#mamatabanarjee
#mannadey
#zeebangla
#prafullachandraroy